PAK Vs SL, Innings Highlights: মেন্ডিস, সমরাবিক্রমার সেঞ্চুরি, পাকিস্তানকে ৩৪৫ রানের লক্ষ্যমাত্রা দিল শ্রীলঙ্কা
ICC World Cup 2023: সেই ম্যাচে দাসুন শনাকার দলকে হারতে হয়েছিল। তবে আজ পাকিস্তানের বিরদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ বড় রান বোর্ডে তুলে নিল লঙ্কা বাহিনী।
![PAK Vs SL, Innings Highlights: মেন্ডিস, সমরাবিক্রমার সেঞ্চুরি, পাকিস্তানকে ৩৪৫ রানের লক্ষ্যমাত্রা দিল শ্রীলঙ্কা ODI World Cup 2023 Sri Lanka give target 345 runs against Pakistan Innings highlights Rajiv Gandhi Stadium PAK Vs SL, Innings Highlights: মেন্ডিস, সমরাবিক্রমার সেঞ্চুরি, পাকিস্তানকে ৩৪৫ রানের লক্ষ্যমাত্রা দিল শ্রীলঙ্কা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/10/b86e98035af7fe9e4aa4071663b5565c1696944981711206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: বিশ্বকাপে (ICC World Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান জয় ছিনিয়ে নিয়েছিল নেদারল্যান্ডসের (Pakistan vs Netherlands) বিরুদ্ধে। অন্যদিকে শ্রীলঙ্কা তাঁদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে। সেই ম্যাচে দাসুন শনাকার দলকে হারতে হয়েছিল। তবে আজ পাকিস্তানের বিরদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ বড় রান বোর্ডে তুলে নিল লঙ্কা বাহিনী। শতরান হাঁকালেন কুশল মেন্ডিস ও সাদিরা সমরাবিক্রমা। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শিবির নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান বোর্ডে তুলে নিল।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কা অধিনায়ক দাসুন শনাকা। পাথুম নিশানকা ও কুশল পেরেরা ওপেনিংয়ে নেমেছিলেন। নিশানকা অর্ধশতরান হাঁকালেও কুশল পেরেরা খাতা খোলার আগেই প্য়াভিলিয়নে ফিরে যান। যদিও কুশল মেন্ডিস ও সমরাবিক্রমা সেঞ্চুরি হাঁকিয়ে দলের স্কোর তিনশোর গণ্ডি পার করিয়ে দেন। বিশেষ করে ফর্মে থাকা কুশল ছিলেন দুরন্ত মেজাজে। মাত্র ৭৭ বলে ১২২ রানের ইনিংস খেলেন এই ডানহাতি। নিজের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে সাদিরা সমরাবিক্রমা ৮৯ বলে ১০৮ রান করেন। তিনি ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। ধনঞ্জয় ডি সিলভা ২৫ রানের ইনিংস খেলেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে ৪ উইকেট নেন হাসান আলি। ২ উইকেট নেন হ্যারিস রউফ। ১টি করে উইকেট শাহিন আফ্রিদি, মহম্মদ নওয়াজ ও শাদাব খান।
ইংল্যান্ডের বিরুদ্ধে হার বাংলাদেশের
একটা মরিয়া লড়াই চালিয়েছিলেন লিটন দাস (Liton Das) ও মুশফিকুর রহিম (Mushfikur Rahim)। তাঁদের ব্যাট থেকে অর্ধশতরানও এল। কিন্তু তা কোনও কাজে লাগল না। ইংল্যান্ডের (Bangladesh vs England) বিরুদ্ধে বিশ্বকাপের ম্য়াচে হার মানতে হাল বাংলাদেশকে। ৩৬৫ রান তাড়া করতে নেমে ২২৭ রানে অল আউট হয়ে গেল টাইগার বাহিনী। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিল বাটলার বাহিনী। ১৪০ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন মালান। বাংলাদেশের হয়ে লিটন দাস ৭৬ ও মুশফিকুর রহিম ৫১ রানের ইনিংস খেলেন।
এর আগে, টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট কারার আহ্বান জানান বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। নিজের শততম ওয়ান ডে ম্যাচ খেলা জনি বেয়ারস্টোকে সঙ্গে মালান ইনিংসের শুরুটা দুরন্তভাবে করেন। মাত্র আট ওভারেই ইংল্যান্ডকে ৫০ রানের গণ্ডি পার করান দুই ওপেনার। ৩৯ বলে বিশ্বকাপ ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান হাঁকান মালান। বেয়ারস্টোও হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)