ODI World Cup 2023: সেমির আগে জার্মানি থেকে এল শুভেচ্ছাবার্তা, ভারতের জার্সি পেয়ে বিরাটকে ধন্যবাদ মুলারের
Indian Cricket Team: ২০২৯ বিশ্বকাপের সময়ও ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছিলেনে জার্মান তারকা ফুটবলার থমাস মুলার।
নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে পড়বে টিম ইন্ডিয়া (Team India)। সেই ম্যাচের আগেই ভারতীয় দলের জন্য সদূর জার্মানি থেকে ভেসে এল শুভেচ্ছাবার্তা।
জার্মান জাতীয় দলের (Germany National Football Team) তারকা ফুটবলার তথা বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড থমাস মুলার (Thomas Muller) বিশ্বকাপ সেমিফাইনালের আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মুলার এক ভিডিও আপলোড করেছেন যেখানে তাঁকে এক বাক্স থেকে তাঁর নাম এবং নম্বর দেওয়া এক ভারতীয় জার্সি বের করে গায়ে তুলে নিতে দেখা যাচ্ছে। বেশ আনন্দের সঙ্গেই সেই জার্সি পরে মুলার ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা জানান। নিজের পোস্টটির ক্যাপশনে মুলার লেখেন, 'এই দেখ বিরাট কোহলি (Virat Kohli)। শার্টটির জন্য অনেক ধন্যবাদ। বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়াকে অনেক শুভেচ্ছা।'
Look at this, @imVkohli 😃🏏
— Thomas Müller (@esmuellert_) November 13, 2023
Thank you for the shirt, #TeamIndia! 👍
Good luck at the @cricketworldcup #esmuellert #Cricket pic.twitter.com/liBA4nrVmT
মুলারের ক্যাপশন দেখেই স্পষ্ট যে তাঁকে ভারতীয় দলের এই জার্সিটি ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি উপহার হিসাবে পাঠিয়েছেন। জার্মান বিশ্বচ্যাম্পিয়ন অবশ্য এই প্রথমবার ভারতের প্রতি প্রকাশ্যে নিজের সমর্থন দেখালেন না। এর আগে ২০১৯ সালের বিশ্বকাপের সময়ও তৎকালীন বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। বিরাট কোহলিও কিন্তু ফুটবল বিশ্বকাপের সময় একাধিকবার জার্মানির জাতীয় দলের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন। তাঁকে সোশ্যাল মিডিয়ায় জার্মানির জার্সি পরে ছবিও পোস্ট করতে দেখা গিয়েছে। এই ভিডিও বার্তায় ফের একবার কোহলি-মুলারের সুসম্পর্কের ছবিটি ফুটে উঠল।
সেমিফাইনালে কিউয়িদের বিরুদ্ধে চার বছর আগে হেরেই ভারতের বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়েছিল। এবার বদলা নেওয়ার পালা। ম্যাচের আগে প্রতিপক্ষকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে রাখলেন তারকা ভারতীয় বোলার কুলদীপ যাদব। কুলদীপের সাফ কথা, '২০১৯-এর সেমিফাইনাল (নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে) চার বছর আগের ঘটনা। যার পরে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ খেলেছি আমরা। তাই ওঁদের সম্পর্কে বেশ ভালভাবেই জানি। ওঁদের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি বেশ ভাল ছিল। দারুণ ছন্দে ক্রিকেটও খেলতে পারছি আমরা। আশা রাখি পরের ম্যাচেও সেই রেশ বজায় রাখতে পারব।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সেমিফাইনালের আগে মুম্বইয়ে শুভমন-সারার ডেটিং? ভিডিও সামনে আসতেই জোর গুঞ্জন