IND vs AUS Final: রবিবার সবরমতীর তীরে ওয়ান ডে বিশ্বযুদ্ধের ফয়সালা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
ODI World Cup: ভারতের সঙ্গে রয়েছে জনতা জনার্দনের সমর্থন। রবিবার আমদাবাদে এক লক্ষ ৩২ হাজার মানুষ গলা ফাটাবেন রোহিত, বিরাট কোহলিদের জন্য।
আমদাবাদ: রবিবার বিশ্বকাপের (ODI World Cup Final) ফাইনাল। দেড় মাস ধরে চলা বাইশ গজের বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। এক দলের সামনে ১২ বছর পর ফের ঘরের মাঠে বিশ্বজয়ের সুযোগ। অন্য দলের সামনে ষষ্ঠবার ট্রফি জিতে হেক্সা করার হাতছানি। ভারতের সামনে ২০ বছর পুরনো শাপমোচনের মঞ্চও। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে ফাইনালে নাস্তানাবুদ করে ট্রফি জিতেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। এবার ভারতের সামনেও তাই 'মওকা মওকা'।
একটা ব্যাপারে সকলে একমত যে, ফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সেরা দুই দলই। একদিকে ভারত টানা ১০ ম্যাচ জিতে, অপরাজিত থেকে ফাইনালে। অন্যদিকে প্রাথমিক ধাক্কা কাটিয়ে টানা আট ম্যাচ জিতে চূড়ান্ত যুদ্ধে নামার সুযোগ অস্ট্রেলিয়ার। ফেভারিট তকমা পাচ্ছে ভারতই। পাবে নাই বা কেন? চলতি বিশ্বকাপে প্রথমে ব্যাট করলে ভারত গড়ে ১৭৫ রানে জিতেছে ম্যাচ। আর রান তাড়া করলে গড়ে ৬৪.৪ বল বাকি থাকতে ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে একপেশেভাবে হারিয়েছিল ভারত। ফলে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার দুপুরে যে কাপ জয়ের প্রধান দাবিদার হিসাবেই টস করতে নামবেন রোহিত শর্মা, বলার অপেক্ষা রাখে না।
আর সেটাই না শাপে বর হয় অস্ট্রেলিয়ার কাছে, আশঙ্কা করছেন কেউ কেউ। বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের কাছে সিরিজ হেরেছিলেন অজ়িরা। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৯১/৭ হয়ে গিয়েছিলেন। ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ইনিংস না থাকলে হয়তো সেই ম্য়াচেই বেইজ্জত হতে হতো অস্ট্রেলিয়াকে। ফাইনালে প্যাট কামিন্সরা কালো ঘোড়া হিসাবেই নামবেন। চাপমুক্ত হয়ে মাঠে নামা না আশীর্বাদ হয়ে দাঁড়ায় অজ়ি শিবিরের কাছে।
নির্লিপ্ত থাকার চেষ্টা করছেন ভারতীয় ক্রিকেটারেরা। শনিবার রোহিত বলেছেন, 'আমরা জানি কী পরিমাণ প্রত্যাশা রয়েছে। চাপ, সমালোচনা সব কিছু নিয়েই ওয়াকিবহাল। তবে সেটা আজ তৈরি হয়নি প্রথম ম্যাচ থেকেই রয়েছে। আমরা ড্রেসিংরুমের পরিবেশ শান্ত, সংযত রাখার চেষ্টা করে গিয়েছি। এমনকী মাঠে চাপের মুখে পড়লেও শান্ত থাকার চেষ্টা করেছি। চাপ অনুযায়ী খেলার চেষ্টা করেছি।' ঝড়ের আগের নিস্তব্ধতা?
ভারতের সঙ্গে রয়েছে জনতা জনার্দনের সমর্থন। রবিবার আমদাবাদে এক লক্ষ ৩২ হাজার মানুষ গলা ফাটাবেন রোহিত, বিরাট কোহলিদের জন্য। ১২ বছর আগে মহেন্দ্র সিংহ ধোনির হাত ধরে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রোহিত শর্মারা ফেরাবেন সেই গৌরব?
কাদের ম্যাচ
ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া
কোথায় খেলা
ম্যাচটি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে
কখন শুরু
ম্যাচ শুরু দুপুর ২টোয়। তার ৩০ মিনিট আগে, দুপুর দেড়টায় হবে টস
কোথায় দেখবেন
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে ডিডি স্পোর্টস ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং
যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, তাঁরা স্মার্টফোনে ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে দেখতে পাবেন ফাইনাল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।