Tendulkar On Kohli: "ড্রেসিংরুমে আমার পা ছোঁয়ানো হয়েছিল কোহলিকে", মজার গল্প শোনালেন সচিন
IND vs NZ: তাঁকে বরাবরই আদর্শ মানেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে দেখেই তো এক সময় গেয়ে উঠেছিলেন, তুঝ মে রব দিখতা হ্যায়...
মুম্বই: ভারতীয় ড্রেসিংরুমে যেদিন প্রথম বিরাট কোহলিকে (Virat Kohli) দেখেছিলেন, হাসি চাপতে পারেননি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কেন?
সচিন নিজেই শোনালেন সেই কাহিনি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারত (IND vs NZ) ৩৯৭/৪ তোলার পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে সচিন বললেন, 'আমার এখনও মনে পড় ভারতীয় ড্রেসিংরুমে ওকে যেদিন প্রথম দেখেছিলাম। দলের অন্য ক্রিকেটারেরা ওর সঙ্গে খুনসুটি করেছিল এবং আমার পা ধরিয়েছিল। ওকে বলা হয়েছিল, এটাই পরম্পরা। আমার পা স্পর্শ করে আশীর্বাদ নিলে তবেই নাকি দারুণ কেরিয়ার হবে। আমি হেসে লুটোপাটি খাচ্ছিলাম। আজ দেখছি সেই ক্রিকেটারই এত বড় হয়েছে আর দেশের হয়ে এত কিছু অর্জন করছে। আমি গর্বিত।'
তাঁকে বরাবরই আদর্শ মানেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে দেখেই তো এক সময় গেয়ে উঠেছিলেন, তুঝ মে রব দিখতা হ্যায়... আর ক্রিকেট ঈশ্বর গুরুদক্ষিণা দেওয়ার জন্য কোহলিকে দিলেন এমন এক মঞ্চ, যেখানকার বাইশ গজে খেলেই ক্রিকেট মহাকাশে সচিন তেন্ডুলকরের মতো এক নক্ষত্রের আবির্ভাব। মুম্বইয়ের ওয়াংখেড়ে। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ঘরের মাঠ। যেখানে নিউজ়িল্যান্ড (IND vs NZ) বোলারদের শাসন করে সেঞ্চুরি করলেন কোহলি। ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি। ভেঙে দিলেন সচিনের রেকর্ড। ওয়ান ডে ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি ছিল মাস্টার ব্লাস্টারের। কিংগ কোহলি ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে স্পর্শ করেছিলেন সচিনের কীর্তি। বুধবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করে দিলেন।
এবং সেঞ্চুরির পর গুরুদক্ষিণায় কোনও কার্পণ্য করলেন না কোহলি। মাঠে দাঁড়িয়ে কুর্নিশ শুরু করলেন। পাশে খুলে রাখা হেলমেট। ব্য়াট। গ্লাভস। মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করতে শুরু করলেন কোহলি। টিভি ক্যামেরা সঙ্গে সঙ্গে ধরল সচিনকে। দর্শকাসনে আর বসে থাকতে পারেননি মাস্টার। দাঁড়িয়ে উঠে হাততালি দিতে শুরু করলেন।
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player.
— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2023
I… pic.twitter.com/KcdoPwgzkX
সচিন পরে বললেন, 'বিরাটকে অনেক অনেক অভিনন্দন। ও যেন গোটা ব্যাপারটাই সহজ করে তুলল। ওয়ান ডে ক্রিকেটে ৫০টি সেঞ্চুরি হয়ে গেল। অবিশ্বাস্য। দুর্দান্ত। আমরা সকলে ওকে নিয়ে গর্বিত।' পরে সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, 'একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এর চেয়ে আনন্দের কিছু হয় না। আর সেটাও এত বড় এক মঞ্চে। বিশ্বকাপের সেমিফাইালে। আর সেটাও আমার ঘরের মাঠে। আইসিং অন দ্য কেক।'
আরও পড়ুন: ABP Exclusive: আত্মহননের কথা ভেবেছিলেন, কপিল-মন্ত্রে সেই কুলদীপই এখন বিপক্ষের ত্রাস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন