ODI World Cup: সেমিফাইনালে কোন দলের কবে কাদের সঙ্গে লড়াই, চূড়ান্ত হয়ে গেল সূচি
ODI World Cup: পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করবে ভারত।
কলকাতা: অবাস্তব লক্ষ্য ছিল পাকিস্তানের (Pakistan Cricket Team) সামনে। ইডেনে (Eden Gardens) ইংল্যান্ডের ৩৩৭/৯ ছাপিয়ে মাত্র ৬.৪ ওভারে জিতলে তবেই সেমিফাইনালের টিকিট পেতেন বাবর আজ়মরা (Babar Azam)। রান তাড়া করতে নেমে ৬.৪ ওভারে যখন পাকিস্তানের স্কোর ৩০/২, তখনই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, বাবরদের কাপ অভিযান শেষ। সেমিফাইনালে কোন দল কবে কাদের সঙ্গে কোথায় খেলবে, সেই সূচিও চূড়ান্ত হয়ে গেল তখনই।
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করবে ভারত। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট টিম ইন্ডিয়ার। রবিবার রোহিত শর্মাদের ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে যদি কোনও অঘটন ঘটে এবং রোহিতরা হেরে যান, তাও ভারতই ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ৯ ম্যাচ খেলে ফেলেছে। তাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলের দুইয়ে তেম্বা বাভুমারা। শনিবার বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ১৪ পয়েন্টে শেষ করেছে অস্ট্রেলিয়াও। তবে রান রেটে সামান্য় পিছিয়ে থাকায় প্যাট কামিন্সরা শেষ করেছেন তিন নম্বরে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট আর +০.৭৪৩ রান রেট নিয়ে চার নম্বরে শেষ করল নিউজ়িল্যান্ড।
আগামী ১৫ নভেম্বর, বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের এক ও চারে থাকা দুই দল - ভারত ও নিউজ়িল্যান্ড প্রথম সেমিফাইনাল খেলবে। ১৬ নভেম্বর, বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা দুই দল - অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২টোয়। দেড়টায় হবে টস।
শনিবার ইডেনে পাকিস্তানের জয়ের লক্ষ্য ছিল ৩৩৮ রান। সেমিফাইনালে পৌঁছতে গেলে সেই লক্ষ্যপূরণ করতে হতো ৬.৪ ওভারে!৪০ বলে ৩৩৮ রান তুলতে হতো বাবর আজ়মদের (Babar Azam)। ৪০টি বলে টানা ছক্কা মারলেও যা সম্ভব ছিল না। সেক্ষেত্রে ২৪০ রান উঠত বোর্ডে। ৯৮ রানে ম্যাচ হারত পাকিস্তান (Pak vs Eng)।
ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয় কোনও অলৌকিক শক্তিতে ভর করেও আসত না। মাঠে খেলা দেখতে আসা প্রত্যেকের কাছেই বিরতিতে সেই ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছিল। যখন অঙ্কটা জানাজানি হয়ে গেল। নিউজ়িল্য়ান্ডকে নেট রান রেটে পিছনে ফেলে সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে ৬.৪ ওভারে ৩৩৮ রান তুলতে হতো পাকিস্তানকে।
আর সেই অঙ্ক জানাজানি হতেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর ভারত বনাম নিউজ়িল্যান্ড সেমিফাইনাল ম্য়াচের শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল। দ্বিতীয় সেমিফাইনালে ১৬ নভেম্বর ইডেনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শনিবার ইংল্যান্ড ইনিংস শেষ হওয়া মাত্র কলকাতায় প্যাট কামিন্স ও তেম্বা বাভুমাদের প্র্যাক্টিসের সূচিও ঘোষিত হয়ে গেল।
আরও পড়ুন: ইডেনে হাফসেঞ্চুরি, ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে এই রেকর্ড গড়লেন রুট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন