Narendra Modi: 'দিল্লিতে বিকাশের জয়, অরাজকতা-অহঙ্কারের পরাজয়', বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ABP Ananda Live: 'উন্নয়ন ও সুপ্রশাসনের জয়।' দিল্লিতে বিজেপির বিশাল জয়লাভের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখলেন, "বিজেপিকে ঐতিহাসিক জয় দেওয়ার জন্য আমার সব ভাই-বোনকে অভিবাদন ও অভিনন্দন। আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দিল্লির সার্বিক উন্নয়নে চেষ্টার কোনও খামতি রাখব না বলে আপনাদের গ্যারান্টি দিচ্ছি। এখানকার মানুষের জীবন আরও উন্নত করব। এর পাশাপাশি এটাও নিশ্চিত করব যে, উন্নত ভারত গঠনে দিল্লি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।" তাঁর সংযোজন, "বিজেপি সব কর্মীর জন্য আমি খুবই গর্বিত। এই বিশাল জয়লাভের জন্য তাঁরা দিনরাত এক করে কাজ করেছেন। এবার আমরা দিল্লির মানুষের সেবায় আরও শক্তিশালী হয়ে নিজেদের উৎসর্গ করব।"'তুষ্টিকরণ নয়, সন্তুষ্টিকরণের রাজনীতিতেই বিশ্বাসী দিল্লি'। NDA মানে বিকাশ, সুশাসনের গ্যারান্টি: মোদি।

















