এক্সপ্লোর
এশিয়াডে ১০০ মিটারে রূপো জয়ী দ্যূতি চাঁদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ওড়িশা সরকারের

ভূবনেশ্বর: ইন্দোনেশিয়ায় ১৮ তম এশিয়ান গেমসে ১০০ মিটার দৌড় ইভেন্টে রূপোর পদকজয়ী দ্যূতি চাঁদের জন্য দেড় কোটি টাকার পুরস্কারের ঘোষণা ওড়িশা সরকার। গতকাল পদক জয়ের পরই এই দ্যূতিকে অভিনন্দন জানিয়েছিলেন অভিনন্দন জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক। তিনি বলেছিলেন, রাজ্যের এক অ্যাথলিট দেশের মুখ উজ্জ্বল করেছেন। এটা খুবই গর্বের কথা। মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এশিয়াডে এই পদক জয় দ্যূতির জেদ ও দৃঢ়সংকল্পের স্বীকৃতি হিসেবে মুখ্যমন্ত্রী তাঁর জন্য দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন। ১৯৯৮-এ এশিয়ান গেমসে ওড়িশার অ্যাথলিট রচিতা পান্ডা মিস্ত্রি ব্রোঞ্জ জিতেছিলেন। সিএমও-র বিবৃতিতে সাম্প্রতিককালে অ্যাথলিটদের সাফল্যের পরিপ্রেক্ষিতে আগামী দিনে ক্রীড়া প্রতিযোগিতা ও কার্যকলাপে গুরুত্ব প্রদানের কথাও বলা হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















