Neeraj Chopra Emotional Note: স্বপ্ন পূরণের উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায়, বাবা-মাকে প্লেনে চড়ালেন নীরজ
Neeraj Chopra Emotional Note: বাবা মাকে প্লেনে চড়ানোর ইচ্ছে ছিল অনেক দিনের। এবার সেই স্বপ্ন পূরণ হয়ে গেল। নীরজ তাঁর বাবা-মাকে প্লেনে চড়ালেন। সেই ছবি নিজের ট্যুইটারে পোস্টও করেছেন।
নয়াদিল্লি: একটা স্বপ্ন পূরণ আগেই করেছিলেন। অলিম্পিক্সের মত মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছিলেন জ্যাভলিনে। এবার দ্বিতীয় স্বপ্ন পূরণও করে ফেললেন নীরজ চোপড়া। বাবা মাকে প্লেনে চড়ানোর ইচ্ছে ছিল অনেক দিনের। এবার সেই স্বপ্ন পূরণ হয়ে গেল। নীরজ তাঁর বাবা-মাকে প্লেনে চড়ালেন। সেই ছবি নিজের ট্যুইটারে পোস্টও করেছেন। ট্যুইটারে ছবির ক্যাপশন হিসেবে নীরজ লিখেছেন, 'একটা ছোট স্বপ্ন আমার পূরণ হল আজ। আমার বাবা- মা প্রথমবার প্লেনে চড়লেন। দারুণ অভিজ্ঞতা।'
নিজের ট্যুইটারে তিনটি ছবি পোস্ট করেছেন নীরজ। সেখানে দেখা যাচ্ছে একটি ছবিতে প্লেনের সিঁড়িতে দাঁড়িয়ে নীরজের বাবা, মা ও সঙ্গে নীরজ। আরও দুটো ছবিতে অবশ্য প্লেনের ভেতরে পরিবারের সঙ্গে অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট। নীরজে চোখেমুখে ভেসে আসছে বাবা- মাকে প্লেনে চড়়ানোর তৃপ্তি।
টোকিও অলিম্পিক্সে সোনা জিতে দেশের গৌরব বাড়িয়েছেন অ্যাথলিট নীরজ চোপড়া। তারপর থেকে সংবাদের শিরোনামে নীরজ। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি রেস্তোরাঁর বাইরে। গোলাপি জামা ও কালো জিন্সে দেখা গিয়েছিল নীরজকে। মুম্বইয়ে একটি রেস্তোরাঁকে থেকে বেরোনোর সময় তাঁর ছবি ক্যামেরাবন্দি হয়েছে।
সোনাজয়ী নীরজ চোপড়ার নামে স্টেডিয়াম হয়েছে। পুনের একটি আর্মি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে সোনাজয়ী অ্যাথলিটের নামে। সেখানে সাউদার্ন কমান্ডস আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের নামকরণ করা হচ্ছে নীরজ চোপড়ার নামে। টোকিও অলিম্পিক্স থেকে জ্যাভলিনে সোনা জিতে এসেছেন পানিপথের ২৩ বছরের তরুণ নীরজ। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৩ অগাস্ট এই নামকরণ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এছাড়াও ছিলেন আর্মি স্টাফ জেনারেলের প্রধান ও সাউদার্ন আর্মি কমান্ডারের লেফট্যানেন্ট জেনারেল। স্টেডিয়ামের নামকরণ করে নতুন নাম দেওয়া হয়েছে 'নীরজ চোপড়া আর্মি স্পোর্টস স্টেডিয়াম পুনে ক্যান্টনমেন্ট'।