Olympics 2024: পন্থের জীবন বাঁচানো সেই 'আশ্চর্য প্রদীপ' এবার অলিম্পিক্সে নীরজ চোপড়াদের সঙ্গী
Indian Olympics Association: গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে কার্যত মরতে বসেছিলেন। যমে-মানুষে টানাটানির পর পন্থ শুধু খেলার মাঠেই ফেরেননি, টগবগিয়ে ছুটছেন।
মুম্বই: ভারতীয় ক্রিকেটমহল তাঁকে চেনে মিরাক্যাল ম্যান হিসাবে।
অলৌকিকই তো। ছুরি, কাঁচি, আর্টারি ফোরসেফ নিয়ে একের পর এক অবাক করা কাণ্ড ঘটিয়ে চলেছেন ডাক্তার দীনশ পার্ডিওয়ালা (Dr Dinshaw Pardiwala)। যাঁর অলৌকিক কাজকর্মের সাম্প্রতিকতম নিদর্শন হলেন ঋষভ পন্থ (Rishab Pant)। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে কার্যত মরতে বসেছিলেন। যমে-মানুষে টানাটানির পর পন্থ শুধু খেলার মাঠেই ফেরেননি, টগবগিয়ে ছুটছেন। টি-২০ বিশ্বকাপ জিতেছেন ভারতের হয়ে। পন্থের যে প্রত্যাবর্তন ক্রিকেট মাঠের রূপকথা হয়ে থেকে যাবে আজীবন।
আর সেই রূপকথা লেখা হয়েছিল যাঁর হাতে, তিনিই দীনশ পার্ডিওয়ালা। মুম্বইয়ের বিখ্যাত অস্থি শল্যচিকিৎসক। যাঁকে অনেকে বলেন, আশ্চর্য প্রদীপ। যাঁর রোগীদের তালিকায় ভারতীয় ক্রীড়া জগতের একের পর এক সেলিব্রিটি। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা থেকে শুরু করে মহেন্দ্র সিংহ ধোনি, কে নেই সেই তালিকায়। আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে হাঁটুর সমস্যায় কাতর ধোনির কী হোল সার্জারি করেছিলেন পার্ডিওয়ালা। ধোনি সুস্থ হয়ে ফের আইপিএলে খেলেছেন। পি ভি সিন্ধু থেকে, মেরি কম, সাইনা নেহওয়াল, তাঁর শুশ্রূষায় সেরে উঠেছেন ভারতীয় ক্রীড়া দুনিয়ার রথী-মহারথীরা।
এবার গোটা দেশের দায়িত্বে মুম্বইয়ের এই চিকিৎসক। প্যারিস অলিম্পিক্সের জন্য তাঁকে ভারতীয় দলের প্রধান মেডিক্যাল অফিসার করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)। প্যারিস অলিম্পিক্সে গুরুদায়িত্বে ডাক্তার দীনশ পার্ডিওয়ালা। এই প্রথম প্যারিসে গেমস ভিলেজে ১৩ জন সদস্যের চিকিৎসকদের দল থাকবে ভারতীয় শিবিরে। অ্যাথলিটদের ফিটনেস, চোট-আঘাত থেকে শুরু করে পুষ্টি, রিকভারি, মানসিক স্বাস্থ্য, মাসাজ এমনকী, বিশ্রামের তত্ত্বাবধানও হবে এই দলের হাত ধরে। যে দলের সেনাপতি দীনশ পার্ডিওয়ালা।
ন্যাশানল হেরাল্ডে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসক পার্ডিওয়ালা বলেছেন, 'গেমস ভিলেজে একটা পলিক্লিনিক থাকে যেখানে ১০ হাজারের বেশি অ্যাথলিটের চিকিৎসা করার মতো পরিকাঠামো থাকে। তার জন্য লম্বা লাইন দিতে হয়। এবার তাই আইওএ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) মিলে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের দল তৈরি রাখছে।'
অলিম্পিক্সের মতো মেগা ইভেন্টে নামী অ্যাথলিটদেরও উদ্বেগ, স্নায়ুর চাপ আর তার জন্য ঘুমে ব্যাঘাত ঘটার মতো ঘটনা ঘটে। পার্ডিওয়ালা বলছেন, 'সেই কারণেই আমাদের দলে দুজন মেন্টাল কন্ডিশনিং কোচ - ডক্টর সমীর পারেখ ও ডক্টর দিব্যা জৈন, একজন ঘুমের বিশেষজ্ঞ ডক্টর মণিকা শর্মা থাকছেন।'
তবে অনেক অ্য়াথলিটের নিজস্ব মেন্টাল কন্ডিশনিং কোচ রয়েছেন। তাঁরাও নিজেদের মতো করে কাজ করতে পারবেন বলে জানিয়েছেন দীনশ পার্ডিওয়ালা।
প্যারিসে এই সময় বেশ গরম। গেমস ভিলেজে কোনও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থাকবে না। ডক্টর পার্ডিওয়ালা জানিয়েছেন, আয়োজকরা তাঁদের বলেছেন যে, গ্রিন অলিম্পিক্স করার চেষ্টা করা হচ্ছে আর প্যারিসের মানুষ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে আস্থা রাখেন না। গেমস ভিলেজে থাকবে জিওথার্মাল সিস্টেম। তাতে তাপমাত্রা বাইরের তুলনায় ৫-৭ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। সব মিলিয়ে তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৮ থেকে ২৬ ডিগ্রির মধ্যে।
এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসের মতো অলিম্পিক্সেও এবার ভারতীয় অ্যাথলিটরা জ্বলে উঠবেন, বিশ্বাস পার্ডিওয়ালার।
আরও পড়ুন: কোপা চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন মেসিরা? অঙ্কটা চোখ ধাঁধিয়ে দেবে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।