Imane Khelif: আমি মহিলা হয়েই জন্মেছি, বড় হয়েছি... প্যারিসে সোনা জিতে প্রথমবার লিঙ্গবিবাদ নিয়ে অকপট খেলিফ
Paris Olympics 2024: বিশ্বচ্যাম্পিয়ন ইয়াং লিউকে হারিয়ে ১৯৯৬ সালের পর থেকে আলজিরিয়ার প্রথম বক্সার হিসাবে অলিম্পিক্সে সোনা জিতলেন ইমান ৎখেলিফ।
প্যারিস: অলিম্পিক্সের (Paris OIympics 2024) মঞ্চে বিশ্বচ্যাম্পিয়ন ইয়াং লিউকে হারিয়ে দেশের হয়ে পদক বক্সিং পদকজয়। একেবারেই সহজ বিষয় নয়। তবে ইমানে খেলিফ (Imane Khelif) এই পদকজয়ের বহু আগে থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে। কারণ তিনি পুরুষ না মহিলা, সেই নিয়ে বিবাদ। এবার এই বিষয়ে প্রথম মুখ খুললেন আলজিরিয়ান বক্সার।
খেলিফকে ভারতীয় আয়োজিত এক টুর্নামেন্টের পরই আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন নির্বাসিত করেছিল। গত বছর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে তাঁকে বাতিল করা হয়। কারণ তাঁর শরীরে এক্স ইয়াই (XY) ক্রোমোজমের উপস্থিতি। অর্থাৎ তাঁর মধ্যে পুরুষদের শরীরে উপস্থিত ক্রোমোজম রয়েছে। কিন্তু আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন হালে বক্সিংয়ের সর্বোচ্চ সংস্থা হওয়ার অধিকার হারায় এবং অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের দ্বারাই সে কারণে বক্সিংয়ে নিয়মনীতি নির্ধারিত হয়। সেই নিয়ম অনুযায়ী ছাড়পত্র পেয়ে অলিম্পিক্সে খেলিফ শুধু অংশগ্রহণই করেন না, জিতে নেন সোনাও।
খেলিফের সোনার পদক জয়ের পর স্পষ্ট দাবি, তিনি মহিলা হিসাবেই জন্মেছেন এবং তাঁকে সেভাবেই বড় করা হয়েছে। তিনি বলেন, 'আমি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্য। বাকি মহিলাদের মতোই আমিও একজন মেয়ে। আমি মেয়ে হয়ে জন্মেছি, সেভাবেই বড় হয়েছি এবং মহিলা হিসাবেই প্রতিদ্বন্দ্বিতা করেছি, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। যারা এই নিয়ে কটূক্তি করছে, তাদের কথা ভাবলেই এই জয়টা আরও মিষ্টিমধুর হয়ে ওঠে। আমার সম্মান অটুট রয়েছে।'
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রবল কটূক্তি ও কটাক্ষের মুখে পড়তে হয়েছে আলজিরিয়ান বক্সারকে। সেই প্রসঙ্গে খেলিফ বলেন, 'সোশ্যাল মিডিয়ায় আমায় যেভাবে আক্রমণ করা হয়, তা অত্যন্ত খারাপ ছিল। কোনও মানে হয় না এগুলোর কিন্তু এইসব মন্তব্য লোকজনের সম্মানহানি করে। এবার হয়তো লোকজনের চিন্তাধারা বদলাবে। বক্সিং সংস্থা সবটাই দেখেছে। কিন্তু ওরা আমায় ঘৃণা করে, জানিনা কেন। এই সোনা জিতে আমি ওদের বলতে চাই,, আমার সম্মান সবকিছুর উর্ধ্বে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'দায়িত্ব দ্বিগুণ হয়ে গেল', দেশে ফিরে অনুরাগীদের ভালবাসায় আপ্লুত হকি দলের অধিনায়ক হরমনপ্রীত