India vs Belgium, Hockey Match LIVE:কোথায় ও কখন দেখা যাবে ভারত বনাম বেলজিয়ামের সেমিফাইনাল
গ্রেট ব্রিটেনকে হেলায় হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ৪৯ বছর পর ভারত অলিম্পিক্সের সেমিফাইনালে উঠেছে।
কলকাতা: রাত পোহালেই অলিম্পিক্সে পুরুষদের হকির সেমিফাইনালে ২০১৮-র বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে নামছে ভারতীয় দস। গ্রেট ব্রিটেনকে হেলায় হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ৪৯ বছর পর ভারত অলিম্পিক্সের সেমিফাইনালে উঠেছে। বেলজিয়ামকে হারিয়ে অলিম্পিক্সের ফাইনালে জায়গা পাকা করাই ভারতের লক্ষ্য।
টোকিও অলিম্পিক্সে পুরুষদের হকির সেমিফাইনালে ভারত ও বেলজিয়ামের ম্যাচের বিস্তারিত তথ্য:
কোথায় খেলা হবে ভারত বনাম বেলজিয়ামের সেমিফাইনাল?
জাপানের টোকিওতে ওয়ি হকি স্টেডিয়াম নর্থ পিচে খেলা হবে ভারত বনাম বেলজিয়ামের সেমিফাইনাল
কোন সময়ে খেলা হবে ভারত বনাম বেলজিয়ামের সেমিফাইনাল?
ভারত বনাম বেলজিয়ামের সেমিফাইনাল হবে ৩ অগাস্ট মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাতটায়।
কোথায় এবং কীভাবে ভারত ও বেলজিয়ামের সেমিফাইনাল ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম বেলজিয়ামের এই সেমিফাইনাল ম্যাচ সরাসরি টেলিভিশনে দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
কোথায় দেখা যাবে ভারত বনাম বেলজিয়াম সেমিফাইনালের লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম বেলজিয়ামের সেমিফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ-এ।
উল্লেখ্য, বেলজিয়াম এখনও পর্যন্ত অলিম্পিক্সে সোনার পদক জেতেনি। যদিও ২০১৬-র রিও অলিম্পিক্সে রুপোর পদক জিতেছিল তারা। এর আগে ১৯২০-তে বেলজিয়ামের হকি দল ব্রোঞ্জ পদক জিতেছিল।
অন্যদিকে, ভারতের পুরুষ হকি দল অলিম্পিক্সের ইতিহাসে এখনও পর্যন্ত ১১ পদক জিতেছে। এরমধ্যে রয়েছে আটটি সোনা, একটি রুপো ও দুটি ব্রোঞ্জ। ভারতের হকি দল ১৯২৮,১৯৩২,১৯৩৬,১৯৪৮,১৯৫২, ১৯৫৬, ১৯৬৪ ও ১৯৮০-তে সোনার পদক জিতেছিল। এছাড়াও ১৯৬০-এ রূপো ও ১৯৬৮ ও ১৯৭২-এ ব্রোঞ্জ জিতেছিল।
গ্রুপ পর্বে বরবরই অপ্রতিরোধ্য ছিল ভারতীয় হকি দল। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হারতে হয়েছিল ভারতকে। ৭-১ গোলে হারতে হয়েছিল সেই ম্যাচে মনপ্রীত, দিলপ্রীতদের। কিন্তু ওই একটি ম্যাচ বাদ দিলে বাকি কোনও ম্যাচেই আর পেছনে ফিরে তাকাতে হয় ভারতীয় দলকে। সব ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত।