Bajrang Punia: জাতীয় পতাকায় পা! বিনেশকে স্বাগত জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন বজরঙ্গ
Vinesh Phogat: দেশে ফিরে বীরাঙ্গনার মর্যাদা পেলেন বিনেশ। শনিবার দিল্লি বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য ফুলের তোড়া হাতে অপেক্ষা করছিলেন অনেকে।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) পদক নিশ্চিত করে ফেলার পরেও হতাশা সঙ্গী হয়েছিল বিনেশ ফোগতের (Vinesh Phogat)। মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে ভারতীয় মহিলা কুস্তিগীরকে। ফাইনালের দিন সকালে নির্ধারিত ওজনের চেয়ে মাত্র ১০০ গ্রাম বেশি হওয়ায় বাতিল হন বিনেশ। ফাইনালে তো নামতে পারেননি বটেই, রুপোর পদকের দাবিও খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
তবু দেশে ফিরে বীরাঙ্গনার মর্যাদা পেলেন বিনেশ। শনিবার দিল্লি বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য ফুলের তোড়া হাতে অপেক্ষা করছিলেন অনেকে। উপস্থিত ছিলেন কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া, সাক্ষী মালিকরা। পদক না জিতলেও তাঁর জন্য এমন আবেগময় অভ্যর্থনা দেখার পরে উচ্ছ্বসিত বিনেশ। প্রকাশ্যেই কেঁদে ফেলেন। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় বজরঙ্গ ও সাক্ষীকে।
আর সেই মুহূর্তে বিতর্কে জড়ালেন বজরঙ্গ। বিনেশের গাড়িতে ওঠার সময় কার্যত বনেটের ওপর উঠে পড়েছিলেন বজরঙ্গ। সেখানে ছিল জাতীয় পতাকার পোস্টার। তার ওপর পা দিয়ে দাঁড়িয়ে পড়েন বজরঙ্গ। যিনি বিনেশ ও সাক্ষীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কুস্তিগীরদের আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন।
তবে জাতীয় পতাকার পোস্টারে বজরঙ্গের দাঁড়িয়ে থাকার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জাতীয় পতাকার ওপর জুতো পরা পা দিয়ে দাঁড়িয়ে কাঠগড়ায় বজরঙ্গ। সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়লেন ভারতীয় কুস্তিগীর।
Bajrang Punia. Neeraj Chopra.
— Abhijit Majumder (@abhijitmajumder) August 17, 2024
Their different ways of treating the Indian tricolour 🇮🇳 show who is the real champion, true patriot, and superior sportsperson. #Haryana pic.twitter.com/6ukJOCwYQg
যদিও এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর। তবে উপস্থিত অনেকের যদিও দাবি, এই ঘটনার সময় তিনি দেখেননি নীচে জাতীয় পতাকা রয়েছে। অনিচ্ছাকৃতভাবেই হয়তো এই কাজ করেছেন বজরঙ্গ।
আরও পড়ুন: 'এই রাক্ষসদের জন্য আইন বদলানো উচিত', RG কর কাণ্ড নিয়ে সরব ঋদ্ধিমান সাহা