Manu Bhaker: মার্শল আর্টের পাশাপাশি শিখছেন ভরতনাট্যম, অলিম্পিক্স পদকজয়ী মনু ভাকের কীভাবে অবসর সময় কাটান?
Olympic Medalist Manu Bhaker: প্যারিস অলিম্পিক্সে ভারতকে জোড়া পদক এনে দিয়েছেন মনু। প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছেন তিনি।
নয়াদিল্লি: বয়স মাত্র ২২। তবে এর মধ্যেই ইতিহাসের পাতায় নাম তুলে নিয়েছেন মনু ভাকের (Manu Bhaker)। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতকে জোড়া পদক এনে দিয়েছেন মনু। প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছেন তিনি। আপাতত তেমন কোনও প্রতিযোগিতা নেই। তাই ক্ষণিকের অবসর কাটাচ্ছেন মনু। এই অবসর সময়ে কী করতে পছন্দ করেন তারকা শ্যুটার?
স্কুলে থাকাকালীন, অল্পবয়সেই নিছক খেলার ছলেই শ্যুটিংয়ে হাতেখড়ি মনুর। তারপর ধীরে ধীরে হাত পাকিয়ে বিশ্বের সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। প্যারিসে দুই ইভেন্টে ব্রোঞ্জ তো জিতেছেনই পদকের হ্যাটট্রিক অল্পের জন্য মিস করে এক ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেন মনু। তবে শুধুমাত্র শ্যুটিং নয়, মনুর পছন্দের তালিকা কিন্তু বেশ লম্বা। নিজের অবসর সময়ে একাধিক কাজকর্ম করে সময় কাটাতে ভালবাসেন ২২ বছর বয়সি ভারতীয় তারকা শ্যুটার। অবসরে তিনি ঠিক কী কী করতে ভালবাসেন তিনি?
সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মনু জানান ঘোড়সওয়ারি তাঁর বেশ পছন্দের। তিনি বলেন, 'আমার প্রচুর হবি রয়েছে। এর মধ্যে প্রথমেই আমি ঘোড়সওয়ারির কথা বলব। আমার ঘোড়সওয়ারি ভীষণ পছন্দের। স্ক্যাটিং আমি মোটামুটি করতে পারি। তারপরে আসে শরীরচর্চা। আমার শরীরচর্চা এবং নিজেকে ফিট রাখার জন্য বিভিন্ন কসরত করা, না না নিয়ম পালন করতে বেশ ভালই লাগে।' মনুর যে ঘোড়সওয়ারি পছন্দ, তা তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেই বোঝা যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোড়ার পিঠে চড়ে একাধিক ছবি বিভিন্ন সময়ে পোস্ট করেছেন।
এইগুলি গেল খেলাধুলোয় ও শরীরচর্চায় তাঁর পছন্দের বিষয়। শিল্পকলায়ও কিন্তু আগ্রহ রয়েছে মনুর। 'আমি নাচ করতে পছন্দ করি। ভরতনাট্যম শিখছিও। এর আগে আমি এই বিষয়ে কাউকে তেমন কিছু বলিনি বটে। তবে আজ স্বীকার করছি আমি নাচ করতে ভালবাসি। ভারতীয় যেসব ঘরানার নৃত্য রয়েছে, সেগুলি আমার পছন্দের।' স্বীকারোক্তি মনুর। অনুশীলন করা এবং টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে তাঁর ভাল ঘুুমেরও প্রয়োজন। মনসংযোগ ঠিক রাখতে অন্তত আট ঘণ্টা ঘুমোন বলে জানান মনু। অনুশীলন, ঘুম, ফিটনেসের কড়া গণ্ডিতে এতদিন সীমাবদ্ধ ছিল তাঁর জীবন। তবে সময়ের অভাবে এতদিন যা কিছু করতে পারছিলেন, এখন কিছুটা সময় পেয়ে সেইসব জিনিস করতে বেশ আগ্রহী ভারতীয় তরুণী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে পদক না এলেও ১৬ কোটি টাকার আর্থিক পুরস্কার পাচ্ছেন বিনেশ ফোগত?