Aman Sehrawat: প্রতিপক্ষদের দাঁড়াতেই দিলেন না, পৌঁছলেন কুস্তির সেমিফাইনালে, বিনেশের হয়ে জবাব দেবেন আমন?
Paris Olympics 2024: বিনেশ ফোগতের পদক হারানো, অবসর, বিতর্ক গোটা দেশের হৃদয়ে ক্ষত তৈরি করেছে। সেই ক্ষতে প্রলেপ দেবেন আমন শেরাওয়াত (Aman Sehrawat)?
প্যারিস: বিনেশ ফোগতের পদক হারানো, অবসর, বিতর্ক গোটা দেশের হৃদয়ে ক্ষত তৈরি করেছে। সেই ক্ষতে প্রলেপ দেবেন আমন শেরাওয়াত (Aman Sehrawat)? কুস্তি থেকে পদক জিতবেন প্যারিস অলিম্পিক্সে?
জোরাল সম্ভাবনা তৈরি করলেন। পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় পালোয়ান। বৃহস্পতিবার পরপর দুই ম্যাচ জিতলেন আমন। সবচেয়ে বড় কথা, তিনি প্রতিপক্ষদের দাঁড়াতেই দিলেন না। টেকনিক্যাল সুপিরিওরিটির জন্য পুরো ম্যাচ শেষ করতেই দেওয়া হল না।
বৃহস্পতিবার প্রথম ম্যাচে পুরুষদের ৫৭ কেজি বিভাগে পঞ্চম বাছাই আমনের প্রতিপক্ষ ছিলেন নর্থ ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভ (Vladimir Egorov)। সেই ম্যাচে প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে এগিয়ে যান আমন। দ্বিতীয় পর্বে ১০-০ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন আমন। সেই সময় টেকনিক্যাল সুপিরিওরিটির কারণে ম্যাচে আমনকে জয়ী ঘোষণা করা হয়। পুরুষদের ফ্রি স্টাইল কুস্তিতে ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান আমন।
2 Back to back technical superiority wins for Aman bhai!
— SAI Media (@Media_SAI) August 8, 2024
Men's Freestyle 57 Kg Quarterfinals👇🏻
Aman Sehrawat defeats 2022 World Champion Albania's Zelimkhan Abakarov 12-0 in his quarterfinal bout at the #Paris2024Olympics. His semis bout later tonight at 9:45 pm.
Let the… pic.twitter.com/2MJnOCTx1i
যদিও ভারতীয় ক্রীড়াপ্রেমীরা বেশ চিন্তায় ছিলেন। কারণ, কোয়ার্টার ফাইনালে আমনের প্রতিপক্ষ ছিলেন আলবেনিয়ার জ়েলিমখান অ্যাবাকারভ (Zelimkhan Abakarov)। যিনি ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন। আমনকে দেখে অবশ্য মনেই হয়নি যে, তিনি এত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করছেন। কার্যত শিক্ষানবিশের স্তরে নামিয়ে আনেন অ্যাবাকারভকে। এই ম্যাচেও টেকনিক্যাল সুপিরিওরিটির কারণে ১১-০ পয়েন্টে এগিয়ে থাকা অবস্থায় বিজয়ী ঘোষণা করা হয় আমনকে। দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। আর এক ম্যাচ জিতলেই তিনি ভারতের হয়ে পদক নিশ্চিত করে ফেলবেন।
বৃহস্পতিবার রাতেই সেমিফাইনালে নামছেন আমন। ভারতীয় সময় রাত ৯.৪৫ মিনিটে হবে তাঁর ম্যাচ। সেই ম্যাচে জিতে ফাইনালের টিকিট পেলেই পদক নিশ্চিত হয়ে যাবে আমনের। আপাতত ভারতীয় পালোয়ানের জন্য প্রার্থনা শুরু করে দিয়েছে গোটা দেশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।