Swapnil Kusale: দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন ধোনি-ভক্ত স্বপ্নিল, শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতে নজির
Paris Olympics 2024: স্বপ্নিল নেমেছিলেন পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পোজিশনসের ফাইনালে। তিনি ভারতের প্রথম শ্যুটার হিসাবে ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পোজিশনসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন।
প্যারিস: তাঁকে বলা হচ্ছে ভারতীয় শ্যুটিং রেঞ্জের মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। স্বপ্নিল কুসালে (Swapnil Kusale)। কিংবদন্তি ক্রিকেটার ধোনির মতোই যিনি রেলে টিকিট কালেক্টর হিসাবে কাজ করেন। স্বপ্নিলের আদর্শ? কোনও শ্যুটার নন, ক্রিকেটার ধোনি! শ্যুটিংয়েও যে ধোনির মতোই ধীর স্থির, শান্ত সংযত হতে হয়। ক্যাপ্টেন কুলের মতো। স্বপ্নিল নিজেই জানিয়েছেন যে, তিনি ধোনির ভক্ত। ধোনির বায়োপিক দেখে ফেলেছেন বেশ কয়েকবার।
বৃহস্পতিবার স্বপ্নিল নেমেছিলেন পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পোজিশনসের ফাইনালে। তিনিই ভারতের প্রথম শ্যুটার হিসাবে ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পোজিশনসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন। আর সেখানে কড়া টক্কর সামলে ব্রোঞ্জ জিতলেন মহারাষ্ট্রের শ্যুটার। যাঁর দাদা ও বাবা স্কুলশিক্ষক। মা গ্রামপ্রধান।
প্রথম পোজিশনের শুরুটা ভাল হয়নি স্বপ্নিলের। ৯.৬ স্কোর করেন প্রথম শটে। হাঁটু গেড়ে বসে প্রথম পোজিশনের প্রথম সিরিজের শেষে ৫০.৮ স্কোর করে যুগ্মভাবে ৬ নম্বরে ছিলেন স্বপ্নিল। ১০ শটের পরেও ৬ নম্বরে ছিলেন তিনি। তৃতীয় সিরিজের প্রথম দুই শটে অবশ্য ১০.৫ ও ১০.৪ মারেন। তবে তৃতীয় শটে ৯.১ মেরে বসেন। ১০.২ স্কোর করেন চতুর্থ শটে। তৃতীয় সিরিজের শেষেও তিনি ছিলেন ৬ নম্বরে।
উপুড় হয়ে শুয়ে দ্বিতীয় পোজিশনের প্রথম সিরিজে ভাল স্কোর করেন স্বপ্নিল। উঠে আসেন পাঁচ নম্বরে। ওই পোজিশনে দ্বিতীয় সিরিজে প্রথম শটে ১০.৮ মারেন স্বপ্নিল। তৃতীয় সিরিজে প্রথম শটে মারেন ১০.৫। দ্বিতীয় পোজিশনের শেষে তিনি পাঁচ নম্বর জায়গা ধরে রাখেন।
দাঁড়িয়ে তৃতীয় পোজিশনের ৩৫ শটের শেষে চার নম্বরে উঠে আসেন স্বপ্নিল। তৃতীয় স্থানে থাকা শ্যুটারের চেয়ে মাত্র ০.২ পয়েন্টের ফারাক। পরে তিন নম্বরে উঠে আসেন। একটি ৯.১ শট মারার পরেও। ৪০ শটের পর স্বপ্নিলের স্কোর দাঁড়ায় ৪১১.৬।
৪১তম শটে ১০.৫ মারেন স্বপ্নিল। ৪২তম শটে বিশ্বের এক নম্বর নরওয়ের জন হার্মান হেগ ছিটকে যান। ৪৩তম শটে ৯.৯ মারেন স্বপ্নিল। নিশ্চিত হয়ে যায় ব্রোঞ্জ পদক। শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতে নজির গড়েলন। ৪৫১.৪ পয়েন্টে শেষ করলেন তিনি। ইউক্রেনের কুলিশ সেরহি রুপো ও চীনের লিউ ইউকুন সোনা জিতেছেন।
আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার, না ফেরার দেশে গায়কোয়াড়, শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।