Paris Olympics 2024: প্যারিসেই ইতি, বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা অ্যান্ডি মারের অবসর ঘোষণা
Andy Murray: মারে নিজের কেরিয়ারে দুই উইম্বলডন এবং এক যুক্তরাষ্ট্র ওপেন, মোট তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে একাধিক অলিম্পিক্সে সিঙ্গেলসে সোনা জয়ের কৃতিত্বও রেয়েছে তাঁর।
নয়াদিল্লি: নিজের কেরিয়ারে বারংবার চোটআঘাতের সঙ্গে লড়াই করেছেন। হার না মানা লড়াইয়ে ফিরেছেন টেনিস কোর্টে। গ্র্যান্ডস্ল্যাম জিতে তৈরি করেছেন ইতিহাস। তবে আর নয়। প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) শেষেই নিজের বর্ণময় কেরিয়ারে ইতি টানতে চলেছেন বলে জানিয়ে দিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর পুরুষ সিঙ্গেলস তারকা অ্যান্ডি মারে (Andy Murray)।
নিজের সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে বিদায়ীবার্তা দেন ৩৭ বছর বয়সি টেনিস কিংবদন্তি। তিনি লেখেন, 'প্যারিসে আমার শেষ টেনিস টুর্নামেন্টের জন্য এসে পৌঁছেছি। গ্রেট ব্রিটেনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নিঃসন্দেহে আমার কেরিয়ারের সেরা সপ্তাহগুলির মধ্যে পড়ে। শেষবারের জন্য আরও একবার সেই আনন্দ উপভোগ করতে পারায় আমি গর্বিত ও কৃতজ্ঞ।'
Arrived in Paris for my last ever tennis tournament @Olympics
— Andy Murray (@andy_murray) July 23, 2024
Competing for 🇬🇧 have been by far the most memorable weeks of my career and I’m extremely proud to get do it one final time! pic.twitter.com/keqnpvSEE1
প্যারিস অলিম্পিক্স মারের কেরিয়ারের পঞ্চম অলিম্পিক্স টুর্নামেন্ট হতে চলেছে। ২০০৮ সালে বেজিংয়ে তাঁর বর্ণাঢ্য অলিম্পিক্স সফরের শুরুটা হয়েছিল। ২০১২ সালে নিজের ঘরের মাঠে উইম্বলডনের সেন্টার কোর্টে আরেক কিংবদন্তি রজার ফেডেরারকে হারিয়ে মারে নিজের প্রথম অলিম্পিক্স সিঙ্গেলস সোনা জেতেন। পরের অলিম্পিক্সে রিওতে ইতিহাস তৈরি করেন মারে। প্রথম পুরুষ টেনিস তারকা হিসাবে সিঙ্গেলস বিভাগে একাধিক সোনার জেতার কৃতিত্ব গড়েন তিনি। ফাইনালে হারান আর্জেন্তিনার জুয়ান মার্তিন দেল পত্রোকে।
ফের একবার আরও এক সোনার জয়ের লক্ষ্যে কোর্টে নামছেন মারে। প্যারিসে অলিম্পিক্সের টেনিস প্রতিযোগিতা হবে রোল গ্যাঁরোজের সুরকির কোর্টে। ২৭ জুলাই থেকে সেই প্রতিযোগিতা শুরু হবে। চলবে ৪ অগাস্ট পর্যন্ত। মেডেল পর্বের ম্যাচগুলি ২ অগাস্ট থেকে শুরু হতে চলেছে। এই প্রতিযোগিতায় মারে সিঙ্গেলস এবং ডাবলস, গ্রেট ব্রিটেনের হয়ে উভয় বিভাগেই অংশগ্রহণ করবেন।
মারে নিজের কেরিয়ারে দুই উইম্বলডন এবং ২০১২ সালের যুক্তরাষ্ট্র ওপেন, মোট তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। তবে ছয়বার স্ল্যামের ফাইনালে তাঁর হৃদয়ভঙ্গও হয়েছে। নিজের পঞ্চম তথা বিদায়ী অলিম্পিক্সকে মারে পদক জিতে চিরস্মরণীয় করে রাখতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ইতিহাস! আন্তর্জাতিক 'টেনিস হল অফ ফেম'-এ জায়গা পেলেন লিয়েন্ডার পেজ়, অমৃতরাজ