Vinesh Phogat Disqualified: ষড়যন্ত্রের শিকার বিনেশ? প্রশ্ন তুলেছেন সাংসদ থেকে শুরু করে অলিম্পিক্স পদকজয়ীরাও
Paris Olympics 2024: বিনেশ ফোগত (Vinesh Phogat) কি ষড়যন্ত্রের শিকার? কেন্দ্রের শাসক দলের বাহুবলী সাংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে সরব হওয়ার খেসারত দিতে হল হরিয়ানার কুস্তিগীরকে?
নয়াদিল্লি: বিনেশ ফোগত (Vinesh Phogat) কি ষড়যন্ত্রের শিকার? কেন্দ্রের শাসক দলের বাহুবলী সাংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে সরব হওয়ার খেসারত দিতে হল হরিয়ানার কুস্তিগীরকে?
প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) পদক নিশ্চিত করে ফেলেছিলেন বিনেশ। মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন। বুধবার ছিল ফাইনাল। গোটা দেশ স্বপ্ন দেখছিল, সোনা জিতবেন বিনেশ। গড়বেন ইতিহাস। কিন্তু বুধবার দুপুরে দুঃসংবাদ আছড়ে পড়ল। ওজন বেড়ে যাওয়ায় বিনেশকে বাতিল করা হল অলিম্পিক্স থেকে। রুপো দূরের কথা, কোনও পদকই পাবেন না বিনেশ।
আর তারপর থেকেই ঘুরপাক খেতে শুরু করেছে ষড়যন্ত্রের তত্ত্ব। যে প্রসঙ্গ তুলছেন বিজেন্দ্র সিংহের মতো অলিম্পিক্স পদকজয়ীও। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দ্র। বিনেশের বাতিল হওয়ার খবর পেয়ে সেই বিজেন্দ্র বলেছেন, 'ভারত ও ভারতীয় কুস্তিগীরদের বিরুদ্ধে এটা বিরাট এক ষড়যন্ত্র। ও যা পারফর্ম করেছে, তা প্রশংসার যোগ্য। হয়তো কেউ কেউ সুখ সহ্য করতে পারল না। আমরা এক রাতে ৫-৬ কেজি ওজন কমিয়ে ফেলতে পারি, সেখানে ১০০ গ্রামটা কোনও ব্যাপারই নয়। আমার মনে হচ্ছে কারও কোনও সমস্যা ছিল আর সেই কারণেই ওকে বাতিল করা হল। আমি নিজে অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেছি। কোনও দিন এরকম কিছু শুনিনি।'
তৃণমূল নেতা কুণাল ঘোষও এক্স হ্যান্ডলে ষড়যন্ত্রের কথা বলেছেন। লিখেছেন, 'বিনেশ ফোগত এমনিতেই বাতিল হল, নাকি ও পদক জিতলে মোদি কোম্পানির মুখ পুড়ত, তাই সর্বোচ্চ স্তরে অন্তর্ঘাত হল? রহস্য থাকছে।'
বিরোধী দলনেতা রাহুল গাঁধী এক্স হ্যান্ডলে লিখেছেন, 'বিশ্বের সেরা কুস্তিগীরদের হারিয়ে ফাইনালে ওঠার পরেও টেকনিক্যাল কারণে ভারতের গৌরব বিনেশের বাদ পড়া দুর্ভাগ্যজনক। আমি নিশ্চিত ভারতীয় অলিম্পিক সংস্থা দেশের মেয়ে যাতে ন্যায় পায় সেটা নিশ্চিত করতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে। বিনেশ মনোবল হারানোর মেয়ে নন। আমি নিশ্চিত উনি আরও শক্তিশালী হয়ে ফিরবেন।'
ক্রীড়াপ্রেমীদের অনেকেই বিজেপিকে কাঠগড়ায় তুলছেন। বলা হচ্ছে, বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংহের অপসারণের জন্য আন্দোলন করার খেসারত দিতে হল বিনেশকে।
‘Vinesh Phogat disqualified from Olympics’
— Sober (@Soberhere_) August 7, 2024
Modi ji: pic.twitter.com/pbFIYJS70q
This is the level Sangh ecosystem will fall to, to deny Vinesh Phogat from creating Olympic history for India.
— Reetam Singh (@SinghReetam) August 7, 2024
These people call themselves “Nationalist”. But would derail India’s interest!
Look at the levels they stooped to. And you thought these people will bring #Amritkaal pic.twitter.com/DADKNlC3BW
আরও পড়ুন: ভারতের মাটিতে ফের এক বিশ্বকাপ? বাংলাদেশের বিকল্প ভেন্যু হিসাবে কী ভাবনা আইসিসি-র?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।