Vinesh Phogat Disqualification: বাতিল বিনেশ, IOA সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি?
Narendra Modi on Vinesh Phogat: সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিনেশের বাতিল হওয়া নিয়ে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্যারিস: অলিম্পিক্সের ১২তম দিনে ভারতীয়দের স্বপ্ন দেখাচ্ছিলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। আশা ছিল তৃতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতে দেশে ফিরবেন বিনেশ ফোগত । কিন্তু মুহূর্তের মধ্যে সবটা উলট পালট হয়ে গেল। বাড়তি ওজনের কারণে অলিম্পিক্স থেকেই বাতিল হয়ে গেলেন ভারতীয় তারকা কুস্তিগীর।
বিনেশের বিরুদ্ধে এহেন সিদ্ধান্তে হতাশ গোটা দেশ। উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। তিনি নাকি ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার (PT Usha) সঙ্গে এই প্রসঙ্গে কথাও বলে ফেলেছেন। এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর পিটি ঊষার সঙ্গে কথা বলে তাঁর থেকে গোটা বিষয়টা সবিস্তারে প্রথমে জানতে চান। এই পরিপ্রেক্ষিতে ভারতের সামনে কী কী বিকল্প রয়েছে, সেকথাও তিনি জিজ্ঞেস করেন বলে খবর। পাশাপাশি রিপোর্টে দাবি করা হয় প্রধানমন্ত্রী মোদি ফোনে পিটি ঊষাকে বার্তা দিয়েছেন যাতে তিনি বিনেশের এই বাতিল হওয়ার সিদ্ধান্তের কড়া বিরোধ জানান যদি তাতে বিনেশ কোনওরকমভাবে তাতে লাভবান হন।
সোশ্যাল মিডিয়ায় বিনেশের বাতিল হওয়া প্রসঙ্গে হতাশাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় বিনেশকে দেশের অনুপ্রেরণা বলে লেখেন, 'বিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতবাসীর জন্য অনুপ্রেরণার অপর নাম। আজকের এই সংবাদটা খুবই বেদনাদায়ক। আমি যে কী চরম হতাশ সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে পাশাপাশি আমি এও জানি, যে তুমি কখনও হার মান না। সবসময় সব চ্যালেঞ্জের সামনে থেকে মোকাবিলা কর। আরও শক্তিশালী হয়ে ফিরে এস। আমরা সকলেই তোমার হয়ে গলা ফাটাব।'
খবর অনুযায়ী বিনেশের ওজন ৫০ কেজির ফ্রি স্টাইলে অংশগ্রহণ করার জন্য ধার্য ওজনের থেকে প্রাথমিকভাবে দুই কেজি বেশি ছিল। তিনি নাকি ফাইনালের আগে সেই ওজন কমানোর জন্য তৎপর ছিলেন। গোটা রাত তার জন্য কড়া চেষ্টা চলে। তবে ধার্য ওজনের থেকে তাঁর ওজন মাত্র কয়েক গ্রাম বেশি থেকেই যায়। কোনও কোনও সূত্র থেকে বলা হচ্ছে সেই পরিমাণটা মাত্র ১০০ গ্রাম বেশি পাওয়া যায়। ফলে তাঁকে বাতিল করা হয়। নিয়ম অনুযায়ী, আপাতত যা পরিস্থিতি, তাতে ৫০ কেজি বিভাগের একেবারে সবার নীচে শেষ করবেন বিনেশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ব্যাট হাতে ছন্দের অভাব, ফর্মে ফিরতে বিরাট, রোহিতের কাছে ছুটলেন শুভমন গিল