Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে মনু ভাকেরের সঙ্গে ভারতের পতাকা বাহকের দায়িত্বে পিআর শ্রীজেশ
PR Sreejesh: ভারতের হয়ে চারটি অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করার পাশাপাশি দুইটি পদকও জিতেছেন কিংবদন্তি হকি খেলোয়াড় পিআর শ্রীজেশ।
প্যারিস: কুস্তিতে রীতিকা হুডার পরাজয়ের সঙ্গে সঙ্গেই এবারের অলিম্পিক্সে ভারতের প্রতিদ্বন্দ্বিতাও শেষ হয়ে গিয়েছে। রবিবার, ১১ অগাস্টই শেষ হচ্ছে প্যারিস অলিম্পিক্স। মেগা প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানও আয়োজিত হবে আজই। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হতে চলেছেন পিআর শ্রীজেশ (PR Sreejesh)।
প্যারিসে জোড়া পদকজয়ী মনু ভাকেরের নাম ভারতের মহিলা পতাকাবাহক হিসাবে বহু আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু পুরুষ পতাকাবাহক কে হবেন, সেই নিয়ে ছিল জল্পনা। তবে সেই জল্পনার অবসান ঘটল। মনু ভাকেরের সঙ্গে যুগ্ম পতাকাবাহক হিসাবে পিআর শ্রীজেশের নাম ঘোষণা করল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। ভারতীয় হকি দল নাগাড়ে দ্বিতীয় অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পরেই কিংবদন্তি গোলরক্ষককে পুরুষ পতাকাবাহক হিসাবে ঘোষণা করা হয়।
এবারের অলিম্পিক্সে পদক জিতেই নিজের দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি টেনেছেন শ্রীজেশ। তাঁকে পতাকাবাহক হিসাবে নির্বাচিত করাটা আবেগ এবং জনপ্রিয়তা উভয় দিক থেকেই যুক্তিসঙ্গত ছিল বলেই জানান আইওএ সভাপতি পিটি ঊষা। তিনি বলেন, 'দুই দশক ধরে ভারতীয় হকি এবং ভারতীয় ক্রীড়াকে দীর্ঘদিন ধরে গৌরবান্বিত করেছেন শ্রীজেশ।' ঊষা জানান নীরজ চোপড়াকেও এই দায়িত্বের জন্য ভাবা হয়েছিল। তবে নীরজ নিজেই শ্রীজেশকে দায়িত্ব দেওয়ায় খুশি। 'আমি নীরজ চোপড়ার সঙ্গে কথা বলেছি। ও যেভাবে স্বয়ংক্রিয় এবং সম্মানের সঙ্গে সমাপ্তি অনুষ্ঠানে শ্রীজেশকে পতাকা বাহকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ও নিজেই বলে যে আমায় জিজ্ঞেস করলে আমি নিজেই শ্রী ভাইয়ের নাম বলতাম। ভারতীয় ক্রীড়াজগতে শ্রীজেশের অবদানের জন্য তার প্রতি নীরজ যে শ্রদ্ধাশীল, তা এই বিষয়টিই স্পষ্ট করে দেয়।' বলেন তিনি।
৩৬ বছর বয়সি শ্রীজেশ চারটি অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। দুইটি পদকজয়ের কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। তিনি গত বছর এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানেও ভারতের পতাকা বাহক ছিলেন। অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহকের দায়িত্ব পেয়ে শ্রীজেশ বলেন, 'মনু ভাকেরের পাশাপাশি অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করাটা দারুণ গর্বের বিষয়। আমাদের খেলার জগতে অলিম্পিক্সই সর্বোচ্চ স্তর এবং সেখানে এই সম্মান পেয়ে আমি গর্বিত।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আমি মহিলা হয়েই জন্মেছি, বড় হয়েছি... প্যারিসে সোনা জিতে প্রথমবার লিঙ্গবিবাদ নিয়ে অকপট খেলিফ