R Madhavan on Mirabai Chanu: হতেই পারে না, রুপোজয়ী চানুর বাড়ি দেখে বাকরুদ্ধ অভিনেতা মাধবন
গোটা দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দেওয়া চানু বাস্তব জীবনে এতই সাদামাটা যে, চমকে উঠেছেন অভিনেতা আর মাধবন।
মুম্বই: একটি ছবি। চমকে দেওয়ার জন্য যথেষ্ট। ছবিতে দেখা যাচ্ছে তিনজনকে। একটি রান্নাঘরে বসে। পিছনে ভীষণ সাদামাটা আসবাব। বাসনপত্র। একটি গ্যাস ওভেন। তার ওপর চাপানো কেটলি, কড়াই। আর রান্নাঘরের মেঝেতে পাত পেড়ে খেতে বসেছেন তিনজন। দুই ব্যক্তির সঙ্গে মীরাবাঈ চানু।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। টোকিও অলিম্পিক্স থেকে রুপো জিতে ফেরা ভারোত্তোলক চানুুই। যিনি গোটা দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দিয়েছেন। বাস্তব জীবনে তিনি এতই সাদামাটা যে, চমকে উঠেছেন অভিনেতা আর মাধবন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া চানুর খাবার খাওয়ার ছবিটি রিট্যুইট করেছেন 'রহেনা হ্যায় তেরে দিল মে', 'থ্রি ইডিয়টস'-এর মতো সুপারহিট ছবির অভিনেতা।
মাধবন চানুর ওই ছবিটি শেয়ার করে লিখেছেন, 'এই ছবি সত্যি হতেই পারে না। আমি কথা হারিয়ে ফেলছি।'
অনেকেই অভিনেতাকে উদ্দেশ্য করে পাল্টা লিখেছেন, এটাই সত্যি। চানু এরকম সাদামাটা পরিবার থেকেই উঠে আসা।
বৃহস্পতিবার দু'বছর পর বাড়ির খাবার আস্বাদনের সুযোগ পেলেন মীরাবাঈ চানু। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নিজেই জানালেন অলিম্পিক্স থেকে রুপো জিতে আসা ভারোত্তোলক।
অলিম্পিক্সে পদক জয়ের পর টোকিও থেকে সদস্য মণিপুরে নিজের গ্রামে ফিরেছেন চানু। প্রস্তুতির জন্য যাঁর বাড়িতে আসাই হতো না। তবে এখন লক্ষ্য়পূরণের পর কিছুটা স্বস্তির মেজাজে। চানু বৃহস্পতিবার ছবি পোস্ট করে জানালেন যে, দু'বছর পর বাড়ির খাবার খাচ্ছেন। ক্যাপশনে লিখলেন, 'দু'বছর পর বাড়ির খাবার খেলে মুখে এরকমই হাসি দেখা যায়।'
অলিম্পিক্সে কীর্তি গড়ে দেশে ফিরেছেন সোমবার। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপোর পদক জিতেছেন। মঙ্গলবার সেই মীরাবাঈ চানু নিজের রাজ্য মণিপুরে ফিরেছেন। মাকে দেখে কান্নায় ভঙে পড়েন তিনি। মা সাইখম ওঙ্গবি টোম্বি লেইমাকে দেখেই মঙ্গলবার আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন চানু। মাকে জড়িয়ে ধরেন। তারপরই কাঁদতে শুরু করেন দুজনই। স্ত্রী ও মেয়ের আনন্দাশ্রু তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন চানুর বাবা সাইখম কৃতি মেইতেই।