PV Sindhu: পদক স্বপ্ন শেষ হয়নি, কাল সর্বস্ব দিয়ে ঝাঁপাব, বললেন সিন্ধু
ব্রোঞ্জ পদক জেতার সুযোগ থাকছে সিন্ধুর সামনে। তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী নির্ধারণ করার ম্যাচে তাঁর সামনে চিনের হে বিং জিয়াও।
![PV Sindhu: পদক স্বপ্ন শেষ হয়নি, কাল সর্বস্ব দিয়ে ঝাঁপাব, বললেন সিন্ধু Tokyo Olympics 2020: it is not over yet I still have a chance PV Sindhu said after her loss in semifinal PV Sindhu: পদক স্বপ্ন শেষ হয়নি, কাল সর্বস্ব দিয়ে ঝাঁপাব, বললেন সিন্ধু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/31/f2f42145e6d7a1d3df4f595b4ab7276c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: সোনা বা রুপোর পদক জয়ের স্বপ্ন আর নেই। কিন্তু তা বলে ব্য়াডমিন্টনে ভারতের পদক জয়ের সব সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বরং ব্রোঞ্জ জয়ের ভাল সুযোগ রয়েছে। আর সে জন্য যে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন, অঙ্গীকার করে রাখলেন পি ভি সিন্ধু। যিনি শনিবার সেমিফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন।
রবিবার ব্রোঞ্জ পদকের ম্য়াচে নামবেন ভারতীয় শাটলার। তার আগে সিন্ধু বলছেন, 'এখন বিশ্রাম নেব আর কালকের জন্য প্রস্তুতি শুরু করব। কারণ এখনও কিছুই শেষ হয়ে যায়নি। আমার এখনও একটা সুযোগ রয়েছে। আশা করছি নিজের সেরাটা দিতে পারব। আজ হয়তো আমার দিন ছিল না। তবে কাল আবার প্রাণপাত চেষ্টা করব।'
চলতি অলিম্পিক্সে ভারতের সোনা জয়ের স্বপ্ন বড়সড় ধাক্কা খেল শনিবার। ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে চিনা তাইপের প্রতিপক্ষ তাই জু ইংয়ের কাছে ২১-১৮, ২১-১২ স্ট্রেট গেমে হেরে গেলেন পি ভি সিন্ধু। রিও অলিম্পিক্সে রুপোজয়ী তারকা অবশ্য এখনও পদক জয়ের একটি সুযোগ পাবেন। তিন ও চার নম্বর স্থানাধিকারীর জন্য ম্যাচে খেলবেন দুই সেমিফাইনালে পরাজিতরা। সেই ম্য়াচে জিততে পারলে ব্রোঞ্জ পাবেন সিন্ধু।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)