![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tokyo Olympics 2020: ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ মনু ও যশস্বিনী
মনু ভাকেরের পিস্তলে সমস্যা দেখা দেয় শ্যুটিং চলাকালীনই
![Tokyo Olympics 2020: ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ মনু ও যশস্বিনী Tokyo Olympics 2020: Manu Bhaker and Yashaswini Deswal fail to qualify for 10m Air Pistol Women's Final Tokyo Olympics 2020: ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ মনু ও যশস্বিনী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/25/041c9352435ba0150e79417c849c5462_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: তাঁদের ওপর পদকের প্রত্যাশা ছিল। গোটা দেশ তাকিয়ে ছিল তাঁদের দিকে। কিন্তু হতাশ করলেন মনু ভাকের ও যশস্বিনী দেশওয়াল। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে পারলেন না কেউই। যোগ্যতা অর্জন পর্বে মনু শেষ করলেন ১২ নম্বরে। যশস্বিনী শেষ করলেন ১৩ নম্বরে।
অলিম্পিক্সে রবিবার ভোরে ভারতীয়দের হয়ে লড়াই শুরু করেন মনু ও যশস্বিনী। মনু ছটি সিরিজে স্কোর করেন যথাক্রমে ৯৮, ৯৫, ৯৪, ৯৫, ৯৮ ও ৯৫। অন্যদিকে যশস্বিনী ছটি সিরিজে স্কোর করেন যথাক্রমে ৯৪, ৯৮, ৯৪, ৯৭, ৯৬ ও ৯৫।
টোকিওর আসাকা শ্যুটিং রেঞ্জে ৫৭৫ পয়েন্ট স্কোর করেন মনু। যশস্বিনী তাঁর চেয়ে এক পয়েন্টে পিছিয়ে ছিলেন। ৫৭৪ স্কোর করেন তিনি। তবে মনুকে লড়াই করতে হয় নিজের অস্ত্রের সঙ্গেও। মনু ভাকেরের পিস্তলে সমস্যা দেখা দেয় শ্যুটিং চলাকালীনই। পরে প্রাক্তন অলিম্পিয়ান শ্যুটার হিনা সিন্ধু ট্যুইট করেন, 'মনুকে ওর সরঞ্জাম নিয়ে সমস্যায় পড়তে হল। আশা করছি এই অভিজ্ঞতা মিক্সড টিম ইভেন্টের জন্য ওদের আরও তৈরি করে রাখবে।'
শুধু মহিলা বিভাগেই নয়। রবিবার সকালে পুরুষদের শ্যুটিংয়েও ১০ মিটার এয়ার রাইফেল পিস্তল ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবেন দীপক কুমার ও দিব্যাংশ সিংহ পানোয়ার। দিব্যাংশ মাত্র ১৮ বছরের। তিনিই টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতের সবচেয়ে কমবয়সী অ্যাথলিট। এরপরই এই দিনে রয়েছে বক্সিংয়েও বড় ম্যাচ। সকাল ৭.৩০ এ মহিলাদের ফ্লাইওয়েট প্রথম রাউন্ডে খেলতে নামবেন কিংবদন্তি মহিলা বক্সার মেরি কম। সকালে গ্রুপ লিগে নিজের প্রথম ম্যাচ খেলার জন্য নামবেন গত অলিম্পিক্সে রুপোজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু। হকিতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছে ভারত। এদিন দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন মনপ্রীতরা।
টেবিল টেনিসে ভারতের পুরুষ ও মহিলাদের দ্বিতীয় রাউন্ড রয়েছে রবিবার। খেলতে নামবেন জি সাথিয়ান, শরথ কমল, মণিকা বাত্রা ও বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়। অন্যদিকে টেনিসে মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডে খেলতে নামবেন সানিয়া মির্জা- অঙ্কিতা রায়না জুটি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)