এক্সপ্লোর
Advertisement
'মাত্র ৪০ কেজি!' রোহিতের ওজন তোলার ভিডিওতে মন্তব্য হরভজনের, মজাদার প্রতিক্রিয়া নেটিজেনদের
বর্তমানে পায়ের পেশীর চোটের শুশ্রুষা চলছে ভারতের সীমিত ওভারের ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মার। সম্প্রতি ইনস্টাগ্রামে জিমে ওজন তোলার একটি ভিডিও শেয়ার করেছেন ভারতীয় দলের হিট-ম্যান।
নয়াদিল্লি: বর্তমানে পায়ের পেশীর চোটের শুশ্রুষা চলছে ভারতের সীমিত ওভারের ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মার। সম্প্রতি ইনস্টাগ্রামে জিমে ওজন তোলার একটি ভিডিও শেয়ার করেছেন ভারতীয় দলের 'হিট-ম্যান'। ভিডিও দেখে অনেক অনুরাগীই তাঁর দ্রুত চোট সারিয়ে ওঠার প্রার্থনা করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, রোহিত যে খুব শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন, তার ইঙ্গিত এই ভিডিওতে রয়েছে।
তবে ওই ভিডিওতে ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংহর মন্তব্য নজর কেড়েছে। রোহিতের ভিডিওতে তাঁর মন্তব্য, 'এ জন্য মাত্র ৪০ কেজি?? কাম অন শানা'।
জবাবে রোহিত লিখেছেন, 'চোটের পর ওজন তোলার এটাই প্রথম দিন'।
হরভজনের মন্তব্যে যে রসিকতা ছিল, তা বুঝতে পেরে অনেকেই মজা পেয়েছেন। ইউজারদের অনেকেই ভাজ্জির সুরেই বিভিন্ন মজাদার মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, স্ট্যান্ডে বল পাঠাতে রোহিতের কাছে ৪০ কেজিই যথেষ্ট। একজন লিখেছেন, তাহলে তো তিনি ওয়াংখেড়ে থেকে চিন্নাস্বামীতে বল পাঠিয়ে দেবেন। আর একজনের মন্তব্য, ৪০ কেজি তো হয়েছে কী! তিনি সবসময়ই বল স্টান্ডেই পাঠান। এক ইউজারের সরস মন্তব্য, তিনি ১০০ থেকে ২০০-তে পৌঁছন ৩২ বলে। স্লো স্টার্টার। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি ২০ ম্যাচে পায়ের পেশীতে চোট পেয়েছিলেন রোহিত। এরফলে একদিনের সিরিজে খেলতে পারেননি। আসন্ন টেস্ট সিরিজেও দলে নেই তিনি। আগামী মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফেরাই লক্ষ্য রোহিতের।View this post on Instagram
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement