এক্সপ্লোর
Advertisement
আহত মুরলী বিজয়ের বদলে দলে লোকেশ রাহুল
কিংস্টন: বড় ব্যবধানে প্রথম টেস্ট জিতে সিরিজের শুরুটা দুর্দান্তভাবে করার পর দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে কিছুটা ধাক্কা খেল ভারতীয় দল। আঙুলের চোটের জন্য জামাইকা টেস্টে খেলতে পারবেন না ওপেনার মুরলী বিজয়। তাঁর বদলে দলে ঢুকছেন তরুণ লোকেশ রাহুল। এই পরিবর্তন করতে বাধ্য হওয়ায় ভারতীয় দলের পরিকল্পনা কিছুটা হলেও বদল করতে হচ্ছে।
অ্যান্টিগা টেস্টের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েলের বলে আঙুলে চোট পান বিজয়। সেই চোটের জন্যই ওয়েস্ট ইন্ডিজের দুই ইনিংসেই ফিল্ডিং করতে পারেননি এই ব্যাটসম্যান। তিনি বৃহস্পতিবার নেটে ব্যাটিং অনুশীলন করেছিলেন। কিন্তু শুক্রবার আর অনুশীলন করেননি। তাঁর বদলে রাহুলকে ব্যাটিং করতে দেখা যায়। তখনই বোঝা গিয়েছিল, এই টেস্টে বিজয় খেলছেন না। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়ের চোট এখনও সারেনি। সেই কারণেই শিখর ধবনের সঙ্গে রাহুলই ওপেন করবেন।
প্রথম টেস্টের দলে না থাকলেও, প্রথম দুটি প্রস্তুতি ম্যাচে ভাল খেলেছিলেন রাহুল। ফলে তিনি টেস্টেও ভাল ব্যাটিং করবেন বলেই দলের আশা।
অ্যান্টিগায় প্রথম টেস্টে পিচে সেভাবে ঘাস ছিল না। বরং উইকেট ধীর গতিরই ছিল। সেখানে ভারতের পেসারদের পাশাপাশি স্পিনাররাও দাপট দেখিয়েছিলেন। তবে সাবাইনা পার্কের উইকেটে যথেষ্ট ঘাস থাকছে। সেক্ষেত্রে ভারতের ওপেনারদের সতর্কভাবে শুরু করতে হবে। ভারতের পেসাররা অবশ্য উইকেটের সাহায্য পেতে পারেন। সেটা হলে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা অ্যান্টিগার মতোই সমস্যায় পড়বেন।
২০০৮ সালের পর থেকে এই মাঠে একটি টেস্টও পাঁচ দিনে গড়ায়নি। যদিও ২০১১ সালে জামাইকা টেস্টে ৬৩ রানে জয় পেয়েছিল ভারত। সেই ফলেরই পুনরাবৃত্তি চাইছেন বিরাট কোহলি-অনিল কুম্বলেরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement