(Source: ECI/ABP News/ABP Majha)
Ostader Maar: কামিন্সের চ্যালেঞ্জের জবাবে পারথে শতরান হাঁকিয়ে বিখ্যাত সেলিব্রেশন কোহলির
Virat Kohli: ২০১৮ সালে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৩ রানের অনবদ্য শতরান করেন বিরাট কোহলি। তাঁর ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও একটি ছক্কায়।
কলকাতা: ২০১৮ সালের পূর্বে কোনও ভারতীয় দল (Indian Cricket Team) অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিততে পারেনি। সিরিজের আগে খাতায় কলমে ভারতীয় দল এগিয়ে থাকলেও, অস্ট্রেলিয়ার মাটিতে জয় কখনও মুখের কথা নয়। সম্ভবতই সেই বিশ্বাসে ভর করেই প্যাট কামিন্স (Pat Cummins) এক সাহসী ভবিষ্যদ্বাণী করেন, যার মাশুল সুদে আসলে দিতে হয় তাঁকে এবং অস্ট্রেলিয়া দলকে।
চ্যালেঞ্জের জবাবে কোহলির শতরান
সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার প্যাট কামিন্স এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে (Virat Kohli) কার্যত সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, 'আমি একটু সাহসী মন্তব্যই করছি। আমার মতে বিরাট কোহলি এই সিরিজে একটিও শতরান করতে পারবেন না এবং আমরা ওঁদের এখানে উড়িয়ে দিয়ে সিরিজে কব্জা করব।' সিরিজের প্রথম ম্যাচেই ভারতীয় দল ৩১ রানে ম্যাচ জিতে ১-০ এগিয়ে যায়। তারপর দ্বিতীয় ম্যাচে পারথে ময়দানে মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচেই নিজের কেরিয়ারের শিখরে থাকা কোহলি এক অনবদ্য শতরান হাঁকান এবং তার পরে তাঁর বিখ্যাত সেলিব্রেশনটা আজও সকলের মনে তাজা।
প্রথমে ব্যাট করে ৩২৬ রান করে অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিস অজিদের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র আট রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছিল টিম ইন্ডিয়া। এই অবস্থায় এক চ্যালেঞ্জিং পিচে ব্যাট করতে নামেন কোহলি। তারপর 'কিং কোহলি স্পেশাল' দেখতে পায় পার্থে উপস্থিত দর্শকরা। একটি একটি বলে কোহলির ব্য়াট থেকে ঝড়ে পড়ছিল তাঁর আত্মবিশ্বাস। মিচেল স্টার্ককে এক দুরন্ত ড্রাইভ মেরেই শতরান পূরণ করেন তৎকালীন ভারতীয় অধিনায়ক। তারপর হেলমেটটি মাটিতে খুলে ব্যাটের দিকে ইঙ্গিত করে কোহলি ইশারায় বুঝিয়ে দেন, 'আমার হয়ে আমার ব্যাটই কথা বলে।'
ভুল স্বীকার কামিন্সের
শেষমেশ ১২৩ রানেই থামতে হয় কোহলিকে। তাঁর ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও একটি ছক্কায়। দুর্ভাগ্যক্রমে ম্যাচটি ১৪৬ রানে হেরে যায় ভারত। তবে এই সিরিজেই প্রথমবার অজিভূমে ২-১ স্কোরলাইনে টেস্ট সিরিজ জেতে ভারতীয়। সিরিজ শেষে কামিন্স শেষমেশ নিজের ভুলটা স্বীকারই করে নেন। তিনি বলেন, 'আমার মনে হয় না এরপর থেকে আমরা আর এই গ্রীষ্মে আর কাউকে এমনভাবে তাঁতানোর চেষ্টা করব। আশা করি আমরা প্রচুর উইকেট নিতে পারব এবং প্রতিপক্ষকে অল্প রানেই আটকে দিতে পারব।'
আরও পড়ুন: এক ওভারে ২২ রান, সাসেক্সের হয়ে ৭৯ বলে ১০৭ রান করেও জেতাতে পারলেন না পূজারা