Cheteshwar Pujara: এক ওভারে ২২ রান, সাসেক্সের হয়ে ৭৯ বলে ১০৭ রান করেও জেতাতে পারলেন না পূজারা
Krunal Pandya: ক্রুণাল পাণ্ড্য ব্য়াট হাতে শূন্য রানে আউট হয়ে ব্যর্থ হলেও, বল হাতে ১০ ওভারে ৫১ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন।
বার্মিংহাম: ভারতীয় ওয়ান ডে দলের আশেপাশেও চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) নাম নেই। বরাবরই তাঁকে টেস্ট বিশেষজ্ঞ হিসাবে গণ্য করা হয়। কিন্তু কাউন্টি ক্রিকেটে সেই পূজারাই যা ইনিংস খেললেন, তাতে যে কোনও সীমিত ওভারের বিশেষজ্ঞও গর্ববোধ করবে। সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে ৭৯ বলে ১০৭ রানের অনবদ্য একটি ইনিংস খেললেন পূজারা।
এক ওভারে ২২ রান
শুক্রবার বার্মিংহামের এজবাস্টনে ক্রুণাল পাণ্ড্যদের (Krunal Pandya) ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে মাঠে নেমেছিল পূজারার সাসেক্স। সেই ম্যাচেই দলের অধিনায়ক পূজারা এক অনবদ্য ইনিংস খেলেন। প্রথমে ব্যাট করতে নেমে ওয়ারউইকশায়ার ছয় উইকেটের বিনিময়ে ৩১০ করে। যদিও ক্রুণাল পাণ্ড্য মাত্র দুই বল খেলেই শূন্য রানে সাজঘরে ফেরেন। জবাবে ব্যাট করতে নেমে সাসেক্স শুরুটা খারাপ করেনি। ১১২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর পূজারা চার নম্বরে ব্যাট করতে নামেন। সেখানে নেমেই ব্যাটে ঝড় তোলেন ভারতীয় তারকা। সাত চার ও দুইটি ছক্কার সাহায্যে শতরানের ইনিংসটি খেলেন পূজারা। এমনকী 'টেস্ট বিশেষজ্ঞ' এক ওভারের ২২ রানও তোলেন।
4 2 4 2 6 4
— Sussex Cricket (@SussexCCC) August 12, 2022
TWENTY-TWO off the 47th over from @cheteshwar1. 🔥 pic.twitter.com/jbBOKpgiTI
লিয়াম নরওয়েলের বিরুদ্ধে ইনিংসের ৪৫তম ওভারে পূজারা তিনটি চার ও একটি ছয় হাঁকান। চেতেশ্বর পূজারা গোটা কাউন্টি মরসুম ধরেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে সাসেক্সের হয়ে এক, দুই নয়, পাঁচ-পাঁচটি শতরান করেছেন পূজারা। রয়েছে একাধিক দ্বিশতরান করার কৃতিত্বও। পূজারার ফর্ম সাসেক্স কর্তৃপক্ষকে এতটাই প্রভাবিত করেছে যে নিয়মিত অধিনায়ক টম হাইন্স চোটের কারণে ম্যাচ খেলতে না পারায় পূজারাকেই ওয়ান ডে ফর্ম্যাটে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়।
বল হাতে পাণ্ড্যর চমক
সেই সুযোগ পেয়ে ম্যাচ জিততে না পারলেও, একটা অধিনায়কোচিত ইনিংস খেলে মান রাখলেন তিনি। তবে দুর্ভাগ্যক্রমে দলকে জেতাতে পারলেন না ভারতীয় তারকা। ৩১০ রানের জবাবে সাত উইকেটের বিনিময়ে ৩০৬ রানেই শেষ হয়ে যায় সাসেক্সের ইনিংস। চার রানে হারে দল। ক্রুণাল ব্য়াট হাতে ব্যর্থ হলেও, বল হাতে ১০ ওভারে ৫১ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন।
আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরে তারকা ক্রিকেটারের অংশগ্রহণ করা নিয়ে সংশয়, চিন্তা বাড়ল ভারতের