এক্সপ্লোর
বোলাররাই অর্ধেক কাজ করে দিয়েছিল, বলছেন শিখর ধবন

পুনে: গতকাল দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। ম্যাচের পর ওপেনার শিখর ধবন এই জয়ের কৃতিত্ব দিলেন দলের বোলারদের। তিনি বললেন, ওরাই তো অর্ধেক কাজটা করে দিয়েছে। শিখরের ৬৮ এবং দীনেশ কার্তিকের অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে চার ওভার বাকি থাকেই চার উইকেট হারিয়ে জয়ের জন্য ২৩০ রানের লক্ষ্যে পৌঁছে যায়। শিখব বলেছেন, ২৩০ রান এখন আর খুব একটা বড় লক্ষ্য নয়। এত অল্প রানে নিউজিল্যান্ডকে বেঁধে রেখে বোলাররাই অর্ধেক কাজটা করে দিয়েছে। ফিল্ডাররাও বোলারদের দারুণ সাহায্য করেছে। ৩০০ রানের চেয়ে ২৩০ রান তাড়া করতে নামার চাপটা স্বাভাবিকভাবেই অনেক কম। শিখর বলেছেন, দলের জয়ে ফেরাটাই সবচেয়ে ভালো ব্যাপার। বোলারদের প্রশংসা করতে গিয়ে শিখর বলেছেন, ভারত যখন বোলিং করছিল, তখন কোনও সিম মুভমেন্ট ছিল না। ওই পরিস্থিতিতে লাইন ও লেংথ নিঁখুত রেখে বোলিং করেছে বোলারা। এতেই আমাদের অর্ধেক কাজ হয়ে যায়। ওদের তুলনায় আমরা পেসারদের ভালো খেলেছি। পেসার ভূবনেশ্বর যাদবের ভূয়সী প্রশংসা করেছেন শিখর। তিনি বলেছেন, ভূবি ওর মান আরও উন্নত করছে।আমার মনে হয়, এখন সেরা পর্বে রয়েছে ও। বলের ওপর ওর অসাধারণ নিয়ন্ত্রণ। সঙ্গে বৈচিত্র্য। যখন স্লোয়ার ও নাকল বল করে তখনও সেটা যাতে ঠিক জায়গায় পড়ে তা নিশ্চিত করে ও। ডেথ ওভারেও ভূমি সেরা বোলার। ও যেভাবে ইয়র্কার করে তাতে আমার মনে হয়, বিশ্বে এখন ভূবিই সেরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















