এক্সপ্লোর
Advertisement
১৯৯৯ সালে চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে জয়কে টেস্টে পাকিস্তানের সেরা সাফল্য হিসাবে বেছে নিলেন ক্রিকেটপ্রেমীরা
পিসিবি-র ফেসবুক পেজে ২৬-২৯ জুলাই ভোটাভুটির ব্যবস্থা করা হয়েছিল। মোট ১৫,৮৪৭জন ক্রিকেটপ্রেমী ভোটাভুটিতে অংশ নেন। ১৯৯৯ সালের চেন্নাই টেস্ট মোট ভোটের প্রায় ৬৫ শতাংশ পায়
করাচি: ভারতের বিরুদ্ধে ১৯৯৯ সালে চেন্নাই টেস্ট জয়কে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সেরা জয় বলে বেছে নিলেন পাক ক্রিকেট ভক্তরা।
২০ বছর আগের সেই ম্যাচের নাটকীয় পরিণতি হয়েছিল। ১২ রানে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। আধাফিট সচিন তেন্ডুলকর সেই টেস্টে দুরন্ত সেঞ্চুরি করেও দলের হার বাঁচাতে পারেননি। তাঁদের খেলা ৪৩২ টেস্ট ম্যাচের মধ্যে চেন্নাইয়ের সেই জয়কেই সেরা বেছে নিলেন পাক ক্রিকেটপ্রেমীরা।
১ অগাস্ট থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করছে আইসিসি। তার আগে পাক ক্রিকেট বোর্ড উদ্যোগ নিয়েছিল টেস্টে দেশের সেরা জয়কে বেছে নেওয়ার জন্য। ভোটাভুটির জন্য চারটি টেস্ট ম্যাচের একটি তালিকা তৈরি করে দিয়েছিল পিসিবি। যার মধ্যে চেন্নাইয়ের টেস্ট ম্যাচ ছাড়াও ছিল ১৯৮৭ সালে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে টেস্ট জয়, ১৯৯৪ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় এবং ১৯৫৪ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়।
পিসিবি-র ফেসবুক পেজে ২৬-২৯ জুলাই ভোটাভুটির ব্যবস্থা করা হয়েছিল। মোট ১৫,৮৪৭জন ক্রিকেটপ্রেমী ভোটাভুটিতে অংশ নেন। ১৯৯৯ সালের চেন্নাই টেস্ট মোট ভোটের প্রায় ৬৫ শতাংশ পায়। ১৯৮৭ সালের বেঙ্গালুরু টেস্ট পায় ১৫ শতাংশ ভোট। ১৯৫৪ সালের ওভাল টেস্ট পায় ১১ শতাংশ ভোট। ১৯৯৪ সালের করাচি টেস্ট পায় সর্বনিম্ন ১০ শতাংশ ভোট।
অক্টোবর মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করছে পাকিস্তান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement