Pakistan Cricket Update: পাকিস্তানের জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন মিসবা, ওয়াকার
Pakistan Cricket: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার কিছুক্ষণ পরেই পদত্যাগের কথা ঘোষণা করলেন পাকিস্তানের জাতীয় দলের প্রধান কোচ মিসবা-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস।
করাচি: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার পরেই পদত্যাগ করলেন পাকিস্তানের জাতীয় দলের প্রধান কোচ মিসবা-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস।
২০১৯-এ পাকিস্তানের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে মিসবা এবং বোলিং কোচ হিসেবে ওয়াকারকে নিয়োগ করা হয়। তাঁদের সঙ্গে পিসিবি-র আরও এক বছরের চুক্তি ছিল। কিন্তু সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁরা সরে গেলেন। পিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, মিসবা ও ওয়াকারের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হয়েছে সাকলিন মুস্তাক ও আবদুল রজ্জাককে। পিসিবি-র ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন সাকলিন। তিনি এখন পাকিস্তানের জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পেলেন। প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে রজ্জাককে।
নিজের সিদ্ধান্তের বিষয়ে মিসবা জানিয়েছেন, ‘আমি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই বলে এই সিদ্ধান্ত নিয়েছি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর জামাইকায় কোয়ারেন্টিনে থাকার সুবাদে আমি গত ২৪ মাস এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির বিষয়ে ভাবনাচিন্তা করার সুযোগ পেয়েছি। আমি বেশ কিছুদিন ধরে পরিবারের লোকজনের থেকে দূরে ছিলাম, সেটাও আবার জৈব সুরক্ষা বলয়ে। সে কথা ভেবেই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’
মিসবা আরও বলেছেন, ‘আমি জানি, পদত্যাগ করার উপযুক্ত সময় হয়তো এটা নয়। কিন্তু আগামী দিনের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আমি মানসিকভাবে তৈরি না। সেই কারণেই আমি চাই, নতুন কেউ এসে দলকে এগিয়ে নিয়ে যাক। আমি গত ২৪ মাস পুরোপুরি উপভোগ করেছি। সাহায্যের জন্য দল ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আসন্ন ম্যাচগুলির জন্য পাকিস্তানের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাচ্ছি। সবসময় পাকিস্তানের জাতীয় দলের প্রতি আমার সমর্থন থাকবে।’
ওয়াকার জানিয়েছেন, ‘মিসবা ওর সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পরিকল্পনার কথা আমাকে জানানোর পরেই আমিও পদত্যাগ করার সিদ্ধান্ত নিই। আমরা একসঙ্গে দায়িত্ব পেয়েছিলাম, একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে পদত্যাগ করলাম।’