এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের দ্রাবিড়ের মতো একজন মেন্টর দরকার, বলছেন রামিজ রাজা
করাচি: ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। তিনি বলেছেন, দ্রাবিড় দারুণভাবে ভারতের তরুণ ক্রিকেটারদের তৈরি করছেন। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের জন্যও দ্রাবিড়ের মতো একজন মেন্টর দরকার।
এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে দিয়েছে ভারত। এই ম্যাচ প্রসঙ্গে রামিজ বলেছেন, ‘পাকিস্তানের হারের ব্যবধানে আমি আঘাত পেয়েছি। তবে এই ফলে আমি অবাক হইনি। কারণ, ভারতের তরুণ ক্রিকেটারদের অনেক ভালভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং চাপ সামাল দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। কয়েকজন ভারতীয় ক্রিকেটার যে মেজাজের পরিচয় দিয়েছে, তাতে আমি মুগ্ধ। শুভমান গিলের মতো দারুণ ক্রিকেটার পেয়েছে ভারত। তরুণ ক্রিকেটারদের এত ভালভাবে তৈরি করার জন্য রাহুল দ্রাবিড়ের কৃতিত্ব প্রাপ্য।’
রামিজ আরও বলেছেন, ‘দ্রাবিড়ের মতো একজন কোচ ও মেন্টর হওয়ায় ভারতের তরুণ ক্রিকেটারদের উপকার হয়েছে। ওরা শুধু ক্রিকেটই নয়, অন্য সবকিছু শিখতে পারছে। নিজেদের কীভাবে পরিচালনা করতে হয়, খেলার বিষয়ে জ্ঞান কীভাবে বাড়াতে হয়, সেসবই শিখছে ভারতীয় দলের তরুণরা।’
পাকিস্তানের যুব দলের পারফরম্যান্সে হতাশ রামিজ বলছেন, ‘আমাদের ক্রিকেটাররা যেভাবে ফিল্ডিং ও ব্যাটিং করেছে, সেটা দেখতে ভাল লাগেনি। আমার মনে হয় পাকিস্তানের যুব ক্রিকেটের খোলনলচে বদলাতে হবে। বোর্ডকে যুব ক্রিকেটের প্রতি আরও নজর দিতে হবে। ভারত যেভাবে রাহুল দ্রাবিড়কে দায়িত্ব দিয়েছে, আমাদেরও সেভাবেই প্রাক্তন কোনও ক্রিকেটারকে দীর্ঘ সময়ের জন্য যুব দলের দায়িত্ব দিতে হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement