এক্সপ্লোর
আফ্রিদি আমার কেরিয়ার শেষ করে দিয়েছে, টেস্টে সাফল্য পেতে গেলে ভারতের মতো ঘরোয়া ক্রিকেট পরিকাঠামো চাই, দাবি সলমন বাটের
![আফ্রিদি আমার কেরিয়ার শেষ করে দিয়েছে, টেস্টে সাফল্য পেতে গেলে ভারতের মতো ঘরোয়া ক্রিকেট পরিকাঠামো চাই, দাবি সলমন বাটের Pakistan need strong domestic structure like India for Test success: Butt আফ্রিদি আমার কেরিয়ার শেষ করে দিয়েছে, টেস্টে সাফল্য পেতে গেলে ভারতের মতো ঘরোয়া ক্রিকেট পরিকাঠামো চাই, দাবি সলমন বাটের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/01/02160753/ZgmnGAwCnb.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করাচি: শাহিদ আফ্রিদির বাধাতেই জাতীয় দলে ফিরতে পারেননি বলে দাবি করলেন স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নির্বাসিত হওয়া পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট। তাঁর দাবি, ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপের দলে থাকা নিশ্চিত ছিল। কোচ ওয়াকার ইউনিস নিজে তাঁকে দলে নিতে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন অধিনায়ক আফ্রিদি বাধা দেন।
ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামোর তারিফ করে সলমন আরও বলেছেন, ‘ভারত যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতল, তখন বিরাট কোহলি ব্যাটিং ও বোলিংয়ে সাফল্যের কৃতিত্ব দিয়েছে ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামোকে। ভারতের সাফল্য পাওয়ার কারণ হল, ওদের দেশের ক্রিকেটারদের শুধু আইপিএল-এ খেলার অনুমতি দেওয়া হয়। ওদের রঞ্জি ট্রফি খেলতে হয়। সেখানে আমাদের অধিকাংশ খেলোয়াড়ই চারদিনের ঘরোয়া ম্যাচ এড়িয়ে যায়। আমাদের দেশের অধিকাংশ ক্রিকেটারই ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেনি। অনেকেই ঘরোয়া চারদিনের ম্যাচে বেশি সময় কাটায়নি। এর চেয়েও খারাপ বিষয় হল, ওরা অধিকাংশ ম্যাচই খেলে সংযুক্ত আরব আমিরশাহীর পরিবেশে। এর ফলেই সাফল্য পাচ্ছে না পাকিস্তান।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)