এক্সপ্লোর
অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ ভারত থেকে সরানোর দাবি পিসিবি-র
![অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ ভারত থেকে সরানোর দাবি পিসিবি-র Pakistan Says India Tournament Must Be Moved অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ ভারত থেকে সরানোর দাবি পিসিবি-র](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/02/18220043/PCB-Logo.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করাচি: নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কার কারণ দেখিয়ে আসন্ন একটি টুর্নামেন্ট নিরপেক্ষ স্থানে সরানোর দাবি জানাল পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। উল্লেখ্য, আগামী নভেম্বরে ভারতে অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ হওয়ার কথা। পিসিবি বলেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-র বৈঠকে তারা টুর্নামেন্টটি নিরপেক্ষ কোনও দেশ সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানাবে।
পিসিবি কর্তা নাজম শেঠি জানিয়েছেন, আগামী শনিবার কলম্বোয় এসিসি-র বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উত্তেজনার পরিপ্রেক্ষিতে দুটি দেশের মধ্যে ২০০৭-এর পর কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। এরমধ্যে ২০১২-১৩ তে পাকিস্তান ভারতে একদিনের সংক্ষিপ্ত সিরিজ খেলেছিল।
তারপর থেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে আর কোনও সিরিজ খেলা হয়নি।
২০১৩-তে মহিলা বিশ্বকাপের খেলা মুম্বই থেকে কটকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন আয়োজকরা। পাকিস্তানের অংশগ্রহণের বিরোধিতার ফলে নিরাপত্তা সংক্রান্ত কারণেই খেলার স্থান বদলে ফেলতে হয়েছিল।
ওই বছরই বিক্ষোভের মুখে পড়ে হকি লিগ থেকে পাকিস্তানে খেলোয়াড়দের বহিষ্কার করা হয়।
২০১৬-তে জুনিয়র বিশ্বকাপে ভিসা পেতে দেরী হওয়ার কারণ দেখিয়ে পাকিস্তান অংশ নেয়নি। চলতি বছরের গোড়ায় পাকিস্তানের স্কোয়াশ দল ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ভারতে আয়োজিত টুর্নামেন্টে যোগ দেয়নি।
চুক্তিমতো সিরিজ না খেলায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু করেছে পাকিস্তান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)