(Source: ECI/ABP News/ABP Majha)
ট্রেন্ট ব্রিজ টেস্ট: পাঁচ উইকেট পাণ্ড্যর, ভারতের ৩২৯ রানের জবাবে ১৬১ রানেই শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস
নটিংহ্যাম: হার্দিক পাণ্ড্যর দুরন্ত বোলিংয়ের ওপর ভর করে তৃতীয় টেস্টে ম্যাচে ফিরল ভারত। রবিবার ট্রেন্ট ব্রিজে কেরিয়ারের সেরা বোলিং প্রদর্শন করেন পাণ্ড্য। তুলে নেন বিপক্ষের পাঁচ উইকেট। এই প্রথম টেস্টে পাঁচ উইকেট সংগ্রহ করলেন তিনি।
তাঁর বোলিংয়ের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। যার দৌলতে প্রথম ইনিংসে ভারতের ৩২৯ রানের জবাবে মাত্র ১৬১ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। এর ফলে, প্রথম ইনিংসে ১৬৮ রানের লিড পেয়ে গেল ভারত।
এদিন মধ্যাহ্নভোজনের পর ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারেই ৫০ পার করে নেয় ইংল্যান্ড। এরপর থেকেই পতনের শুরু। বিপক্ষ শিবিরে প্রথম ধাক্কা অবশ্য দেন ইশান্ত শর্মা। তুলে নেন অ্যালিস্টার কুককে (২৯)। পরের ওভারেই রে জেনিংসকে ফিরিয়ে দেন জশপ্রীত বুমরাহ। কিছুক্ষণ পর অলিভার পোপকে তুলে নেন ইশান্ত।
এরপর শুরু হয় পাণ্ড্য-ঝড়। এক এক করে তিনি ইংরেজ ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের পথ দেখাতে থাকেন। প্রথমেই তুলে নেন জো রুটকে। এরপর এক এক করে ফিরিয়ে দেন বেয়ারস্টো, ওকস, রশিদ এবং ব্রড-- সকলেই পাণ্ড্যর শিকার।
এর আগে, প্রথম দিন বড় রানের আশা জাগালেও, দ্বিতীয় দিনের শুরুতেই সেই আশায় জল ঢেলে দিলেন ভারতের ব্যাটসম্যানরা। মাত্র ২২ রানেই শেষ চার উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩২৯ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল।
ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। একটি উইকেট আদিল রশিদের। ভারতের হয়ে সর্বোচ্চ রান যথারীতি অধিনায়ক বিরাট কোহলির (৯৭)। দ্বিতীয় সর্বোচ্চ সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের (৮১)। এছাড়া আর কোনও ব্যাটসম্যানই দলকে ভরসা দিতে পারেননি।
গতকাল দিনের শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ৩০৭। ক্রিজে ছিলেন টেস্ট অভিষেক হওয়া ঋষভ পন্থ। আজ দিনের পঞ্চম ওভারেই তিনি ২৪ রান করে আউট হয়ে যান। এক ওভার পরেই ফিরে যান রবিচন্দ্রন অশ্বিন (১৪)। পরের ওভারে পরপর দু’বলে মহম্মদ শামি (৩) ও জসপ্রীত বুমরাহকে (০) আউট করে ভারতীয় ইনিংসে যবনিকা টেনে দেন অ্যান্ডারসন। তিনি দ্বিতীয় ইনিংসে প্রথম বলে উইকেট পেলে হ্যাটট্রিক করবেন।