![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Arshad Nadeem: প্য়ারিসে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিলেন, শ্বশুরমশাইয়ের থেকে বিশেষ উপহার পেলেন নাদিম
Arshad Nadeem Update: নাদিমের শ্বশুর মশাই বলেছেন যে তিনি নাদিমকে মোষ উপহার দিতে চান। এই মোষ উপহার একটি ভীষণ মূল্যবান ও এটি ভীষণ সম্মানের, তাও জানিয়েছেন নাদিমের শ্বশুরমশাই।
![Arshad Nadeem: প্য়ারিসে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিলেন, শ্বশুরমশাইয়ের থেকে বিশেষ উপহার পেলেন নাদিম paris olympics 2024 Arshad Nadeem father-in-law to Gift Pakistan Javelin Gold Medallist a Buffalo get to know Arshad Nadeem: প্য়ারিসে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিলেন, শ্বশুরমশাইয়ের থেকে বিশেষ উপহার পেলেন নাদিম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/12/242339519e0193ee5a3627cdf5e8695b1723401279709206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্য়ারিস: টোকিওতে পঞ্চম স্থানে থেকে শেষ করেছিলেন। প্যারিসেও পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন। তব প্যারিসে তিনি শুধু পদকই জেতেননি। ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে অলিম্পিক্স রেকর্ডও গড়েছেন ও সোনাও জিতেছেন। এবার নিজের শ্বশুরমশাইয়ের থেকে বিশেষ উপহার পেলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। শ্বশুরমশাই নাদিমকে মোষ উপহার দিয়েছেন।
স্থানীয় এক সংবাদমাধ্যমে আর্শাদ নাদিমের শ্বশুর মশাই বলেছেন যে তিনি নাদিমকে মোষ উপহার দিতে চান। এই মোষ উপহার একটি ভীষণ মূল্যবান ও এটি ভীষণ সম্মানের, তাও জানিয়েছেন নাদিমের শ্বশুরমশাই। নাদিমের শ্বশুরমশাই মহম্মদ নওয়াজ বলেছেন, ''আর্শাদ আমাদের গর্বিত করেছে। ও যত বড়ই হোক, গ্রামই যে ওর শিকড় সেটা ভোলেনি। এখনও পরিবারের সঙ্গেই গ্রামে থাকে ও।'' তিনি আরও বলেন, ''পাকিস্তানে মোষ যে কোনও শুভ বিষয়ের প্রতীক। কেউ কোনও গর্বের কাজ করলে তাঁকে মোষ উপহার দেওয়া হয়। এতে তাঁকে সম্মান, স্বীকৃতি প্রদান করা হয়। এমনকী তাঁর পরিশ্রম, সততা ও ত্যাগের প্রতীক হিসেবে সম্মান জানানো হয়। তাই আমিও নাদিমকে মোষ উপহার দিতে চাই।''
উল্লেখ্য, মুলতানে পা রেখেছেন আর্শাদ। সেখানে পা রাখার পর থেকেই রাজকীয় অভ্যর্থনা পাচ্ছেন তিনি। পাকিস্তানের সরকার নাদিমকে ২ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথাও জানানো হয়েছে। এছাড়াও নাদিমের জন্য উন্নতমানের মাঠ ও অনুশীলন ব্যবস্থার দিকেও নজর রাখছে সরকার। তাঁকে যাতে সবরকম সুবিধে দেওয়া যায়, তা খতিয়ে দেখবে পাক সরকার।
পাকিস্তানের আর্শাদও হৃদয় জিতে নিলেন ভারতবাসীর। নীরজ চোপড়ার মা-কে নিজে মা বলেই সম্বোধন করলেন পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার। পাকিস্তানে পৌঁছেও রাজকীয় সংবর্ধনা পেয়েছেন আর্শাদ। সেখানেই সাংবাদিকরা তাঁর কাছে নীরজ চোপড়ার মায়ের বক্তব্যটি তুলে ধরেছিলেন। তখনই আর্শাদ বলেন, ''মা সবার মা হয়। নীরজ চোপড়ার মায়ের ওপর আমি কৃতজ্ঞ। উনি আমাদের জন্য এত প্রার্থনা করেছেন। নীরজের মা আমারও মা। তাই আমরা গোটা বিশ্বের মধ্য়ে দুজন এশিয়ার প্লেয়ার যারা পারফর্ম করতে পারছিলাম।''
কিছুদিন আগেই নীরজের মা বলেছিলেন, ''ছেলে রুপো জিতেছে। তাতেও আমরা বেজায় খুশি। পাকিস্তানের আর্শাদ সোনা জিতেছে। আর্শাদও তো আমার ছেলেই। তাই আমার মন একেবারেই খারাপ নয়। আমি খুব খুশি।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)