Paris Olympics 2024: ভারতীয় হকিতে নবজাগরণের নেপথ্যে কে? খোলসা করলেন তারকা ডিফেন্ডার
Indian Hockey Team: ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পদকের রং বদলাতে মরিয়া থাকবে ভারতীয় দল। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে ভারত স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল।
নয়াদিল্লি: টানা দুটো অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চ থেকে পদক এসেছে। টোকিওর পর প্যারিসও ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল। ৫২ বছর পর টানা দুটো অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। আর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন এক বিদেশি। ভারতের তারকা ডিফেন্ডার জরমনপ্রীত সিংহ (Jarmanpreet Singh) মনে করেন ভারতের কোচ ক্রেগ ফুলটনই ভারতীয় হকিতে আমূল পরিবর্তন এনেছেন। জরমনপ্রীত মনে করেন, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পদকের রং বদলাতে মরিয়া থাকবে ভারতীয় দল। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে ভারত স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল।
ভারতে ফিরে এসেছে ব্রোঞ্জজয়ী হকি দল। সেখানে এসেই রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় ভারতীয় হকি দলকে। ছিলেন দলের কোচ ক্রেগ ফুলটন। ২০২৩ সালের মার্চ মাসে ভারতীয় হকি দলের কোচ হয়েছিলেন ফুলটন। জরমন বলছেন, ''আমরা সোনা জয়ের জন্য লড়াই করছিলাম। চেয়েছিলাম সবাই ভীষণভাবে যে সোনা জিততে পারি যেন। কিন্তু তা পারিনি আমরা। ব্রোঞ্জ জিতেছি। এটাও অনেক বড় পাওনা। নতুন কোচ হিসেবে ফুলটন যখন থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন, তখন থেকেই হকিতে আমাদের অনেক পরিবর্তন হয়েছে। প্রচুর উন্নতি করেছি আমরা। তিনি অন্য দলের প্লেয়ারদের সম্পর্কে, অন্য় দলের স্ট্র্যাটেজি সম্পর্কে আমাদের সঙ্গে আলোচনা করেন। আমরা আত্মবিশ্বাসী যে লস অ্যাঞ্জেলসে আমরা পদকের রং বদলাতে পারব।''
সকালে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর হরমনপ্রীতদের এক দফায় সম্বর্ধনা দেওয়া হয়, ফুল, উত্তরীয় পরানো হয়। হকি তারকাদের এক ঝলক পেতে হাজির হয়েছিলেন অগণিত মানুষ। তারপর ভারতীয় হকির জনক মেজর ধ্যানচাঁদকে সম্মান জানাতে ধ্যানচাঁদ স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেন তাঁরা। সেখানে কিংবদন্তিকে সম্মান জানান হরমনপ্রীত, হার্দিক, গুরজিৎরা।
ভারত যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গেও দেখা করে গোটা হকি দল। তাঁর সঙ্গে বেশ খানিক কথা বলেন সকলে। মাণ্ডব্য তর্থা ক্রীড়া দফতরের তরফে হরমনপ্রীতদের সম্মান জানানো হয়। পরিবর্তে হরমনপ্রীতরাও মাণ্ডব্যকে কৃতজ্ঞতা জানাতে সই করা এক ভারতীয় জার্সি উপহারস্বরূপ দেন।
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। এবার প্যারিসের মঞ্চেও ব্রোঞ্জ জিতেছে হরমনপ্রীত সিংহের দল। স্পেনের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় হকি দল।
আরও পড়ুন: সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করলেন চাহাল, উপহার হিসাবে তুলে দিলেন বিশ্বজয়ের জার্সি