Vinesh Phogat: ''তোমার লড়াই আমাকে অনুপ্রাণিত করে'', বিনেশের পাশে দাঁড়িয়ে বার্তা সিন্ধুর
Paris Olympics: এদিকে, বিনেশ ফোগতের প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় কুস্তিগীরের পাশে দাঁড়িয়েছেন দেশের অন্যান্য অলিম্পিয়ান ও অ্যাথলিটরা।
প্যারিস: বুধবার সকাল থেকেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মন খারাপ ছিল। ওজন বেশি হওয়ায় ফাইনাল থেকে ছিটকে গেলেন তিনি। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। শুধু তা-ই নয়, অলিম্পিক্স মহিলা কুস্তির ৫০ কেজি বিভাগ থেকে বাতিল হওয়ার পরই ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, বিনেশ ফোগতের প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় কুস্তিগীরের পাশে দাঁড়িয়েছেন দেশের অন্যান্য অলিম্পিয়ান ও অ্যাথলিটরা। সেই তালিকায় আছেন দু বারের অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধুও।
ভারতীয় ব্যাডমিন্টন সুন্দরী সিন্ধু নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে লিখেছেন, ''প্রিয় বিনেশ, তুমি আমাদের চোখে সব সময় চ্যাম্পিয়ন। খুব আশা করেছিলাম, তুমি সোনা জিতে ফিরবে। তোমার সঙ্গে খুব অল্প সময় কাটানোর সুযোগ হয়েছে আমার। সামনে থেকে দেখেছি এক জন মহিলা কেমন ভাবে প্রতি দিন উন্নতি করার জন্য লড়াই করে। তুমি লড়াই করে গিয়েছ প্রতিনিয়ত। তোমার লড়াই আমাকে অনুপ্রাণিত করে। সব সময় তোমার পাশে আছি। চাইব বিশ্বের সব শক্তি তোমার পাশে থাকুক।''
Dear @Phogat_Vinesh, you will always be a champion in our eyes. I was deeply hoping you could win the gold. The little time I spent with you at PDCSE was watching a woman with a superhuman will fight to get better. It was inspiring. I am here for you always, sending all the…
— Pvsindhu (@Pvsindhu1) August 7, 2024
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, বিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ! তুমি ভারতের গর্ব এবং প্রত্যেক ভারতীয়র অনুপ্রেরণা। আজকের বিপত্তি আঘাত করেছে। আমি যে কী হতাশ ভাষায় যদি তা প্রকাশ করতে পারতাম। একই সময়ে তুমি স্থিতিস্থাপকতার প্রতীক। সবসময় তুমি চ্যালেঞ্জকে সামনে থেকে নিয়েছ। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো। আমরা তোমার পাশে আছি।''
বিনেশকে বাতিল করা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করা হয়েছে বলে জানান ভারতীয় অলিম্পিক্স ফেডারেশনের সভাপতি পিটি ঊষা (PT Usha)। পাশাপাশি তারকা কুস্তিগীরের শারীরিক অবস্থার আপডেট দিলেন প্যারিসে ভারতীয় দলের ডাক্তার দিনশাও পার্দিওলা।
আরও পড়ুন: ''পরেরবার ও পদক আনবেই, আমি নিজে তৈরি করব ওকে'', দেশবাসীকে কথা দিলেন মহাবীর ফোগত