Manu Bhaker: মনু ভাকেরের নেতৃত্বে শ্যুটিং বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩৫ সদস্যের ভারতীয় দল
ISSF World Cup: প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতেছিলেন শ্যুটিংয়ে। খেলরত্ন সম্মানে সম্মানিত হওয়া মনু ছাড়াও একাধিক অলিম্পিয়ান রয়েছেন এই তালিকায়।

নয়াদিল্লি: দক্ষিণ আমেরিকায় আয়োজিত হতে চলা ISSF বিশ্বকাপে ৩৫ সদস্যের ভারতীয় দল অংশ নিতে চলেছে। দলের নেতৃত্বে রয়েছেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতেছিলেন শ্যুটিংয়ে। খেলরত্ন সম্মানে সম্মানিত হওয়া মনু ছাড়াও একাধিক অলিম্পিয়ান রয়েছেন এই তালিকায়। আগামী ১ থেকে ১১ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্টের প্রথম পর্বের খেলাগুলো হবে আর্জেন্তিনার বুয়েনস আয়ার্সে। বিশ্বকাপে রাইফেল, পিস্তল ও শটগান সব বিভাগের ম্য়াচই হবে। টুর্নামেন্টের দ্বিতীয় ভাগটি হবে লিমা, পেরুতে আগামী ১৩ থেকে ২২ এপ্রিল পর্যন্ত।
নিঃসন্দেহে বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় বাজি মনুই। প্যারিস অলিম্পিক্সে দুটো ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ১০ মিটার এয়ার পিস্তল ও ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন এই তরুণী। দ্বিতীয় বিভাগে তাঁর সঙ্গী ছিলেন সরবজ্যোৎ সিংহ। এছাড়াও ২৫ মিটার পিস্তল ও এয়ার পিস্তল ইভেন্টে অংশ নিলেও সেখান থেকে পদক জিততে পারেননি যদিও মনু। তিনি ছাড়াও বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে অনিস ভানওয়ালা, বিজয়বীর সিধু, এশা সিংহ, ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমার, সিফত কৌর শর্মা, শ্রিয়াঙ্কা সাদাঙ্গি, অর্জুন বাবুতা, পৃথ্বীরাজ, রাইজা ধিলনরা। এঁরা বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন বিশ্বকাপে।
উল্লেখ্য, কিছুদিন আগেই মনু ভাকেরের অলিম্পিক্স থেকে পাওয়া পদক নিয়ে প্রশ্নচিহ্ন দেখা গিয়েছিল। প্যারিস অলিম্পিক্সে বিজয়ী অ্যাথলিটদের দেওয়া পদক নিয়ে এমনিতেই প্রশ্নচিহ্ন ছিল। এবার মনু ভাকেরের পদকও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। প্যারিস অলিম্পিক্স কমিটির তরফে জানানো হয়েছে যে, সমস্ত নিম্নমানের পদক ফেরত নিয়ে নতুন পদক দেওয়া হবে। এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে বলে খবর। মনি ডে প্যারিস নামের এক সংস্থা অলিম্পিক্সের পদকগুলি বানিয়েছে। সেই সংস্থার সঙ্গে যৌথভাবে পদক ফেরানোর কাজ শুরু করেছেন অলিম্পিক্স কমিটি। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই পুরনো পদক ফিরিয়ে নতুন করে পদক দেওয়ার জন্য আবেদন করতে পারবেন অ্যাথলিটরা। বেনজির যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
অলিম্পিক্সের পদকের মান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ চলাকালীনই। প্রথম এ বিষয়ে জোরাল প্রশ্ন তোলেন মার্কিন অ্যাথলিট নাইজা হিউস্টন। তিনি দাবি করেন, যে পদক তিনি টুর্নামেন্টের শুরুতে জিতেছিলেন, সেটা অলিম্পিক্স শেষ হওয়ার আগেই ফিকে হয়ে গিয়েছে। খারাপ হতে শুরু করেছে পদকের গুণমান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
