Paralympics 2024: ৮৪ অ্যাথলিট-সহ ১৭৯ জনের দল, প্যারিস প্যারালিম্পিক্সে রেকর্ড গড়তে চলেছে ভারত
Paralympics 2024: ২৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে প্যারিস প্যারালিম্পিক্স। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ১২টি ইভেন্টে ভারতের মোট ৮৪ জন অ্যাথলিট অংশ নেবেন।
নয়াদিল্লি: প্যারিস প্যারালিম্পিক্সে (Paris Paralympics) ইতিহাস গড়তে চলেছে ভারত। প্যারালিম্পিক্সে অংশ নেবেন ৮৪ জন ভারতীয় অ্যাথলিট। তাঁদের সঙ্গে যাচ্ছেন ৯৫ জন কোচ ও কর্মকর্তা। সব মিলিয়ে ১৭৯ সদস্যের ভারতীয় দল রওনা হয়ে যাচ্ছে সোমবারই। এর আগে কোনওদিন প্যারালিম্পিক্সে এত বড় ভারতীয় দল যায়নি।
অ্যাথলিট ছাড়া বাকি ৯৫ জনের মধ্যে ৭৭ জন কর্মকর্তা, ৯ জন মেডিক্যাল অফিসার আর ৯ জন গোটা শিবিরের কর্মকর্তা। ২৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে প্যারিস প্যারালিম্পিক্স। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ১২টি ইভেন্টে ভারতের মোট ৮৪ জন অ্যাথলিট অংশ নেবেন। ২০২১ সালে টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics) ৯টি খেলায় ৫৪ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছিলেন।
ভারতীয় দলের মোট সদস্য সংখ্যা ঘোষণা করার সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে বলা হয়েছিল, 'কিছু প্যারা অ্যাথলিটের বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে দলে ব্যক্তিগত কোচদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে শেফ দ্য মিশন বা দলের হেড কোচের নির্দেশে তাঁরা অন্যান্য অ্যাথলিটদেরও সাহায্য করবেন।'
জানা গিয়েছে, টোকিও প্যারালিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল, সোনাজয়ী শ্যুটার অবনী লেখারার মতো অ্যাথলিটরা ব্যক্তিগত কোচ রাখার সুযোগ পেয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে জানানো হয়েছে, একমাত্র শেফ দ্য মিশন ও একজন টিম ম্যানেজার থাড়া অংশগ্রহণকারী অ্যাথলিট, কর্মকর্তা ও কোচদের সমস্ত খরচ বহন করবে সরকার। একজন কর্মকর্তা বলেছেন, 'যে কোনও প্যারা স্পোর্টসে অংশগ্রহণকারীদের অন্যান্য শারীরিকভাবে সক্ষম অ্যাথলিটদের চেয়ে বেশি কোচ ও সাপোর্ট স্টাফের প্রয়োজন হয়।'
With the #ParisParalympics2024🇫🇷 kicking off this week, get ready for some thrilling sporting action🥳🤩
— SAI Media (@Media_SAI) August 25, 2024
Swipe left ⏩ to catch the weekly sports schedule, and keep chanting #Cheer4Bharat🇮🇳 with us👏💯@ pic.twitter.com/Q8pAssmF3M