Pat Cummins: অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স, সহ-অধিনায়কের দায়িত্বে স্মিথ
Captain of the Australian men's Test Cricket: শুক্রবার অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন প্যাট কামিন্স (Pat Cummins)
সিডনি: যৌন কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর অস্ট্রেলিয়া (Australia) টেস্ট দলের নেতৃত্বপদ ছেড়েছেন অজি উইকেটকিপার ব্যাটার টিম পেন (Tim Paine)। সাংবাদিক সম্মেলন করে নিজেই পদত্যাগের কথা জানিয়েছিলেন। পরবর্তী অধিনায়ক কে হতে চলেছে তা নিয়ে দ্বিধাবিভক্ত থাকলেও অবশেষে শুক্রবার অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন প্যাট কামিন্স (Pat Cummins)।
টিম পেন দায়িত্ব ছাড়ার পর অজি টেস্ট দলের সহ-অধিনায়ক প্যাট কামিন্সের নাম উঠে এসেছিল ক্রিকেট মহলে। এই ঘোষণা সেই জল্পনায় সিলমোহর দিল বলেই মনে করা হচ্ছে। ব্যাটার এবং প্রাক্তন অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথকে দেওয়া হয়েছে সহ-পাধিনায়কের দায়িত্ব।
গত শুক্রবার নিজের অপরাধ স্বীকার করে পেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরিবারের কাছেও ক্ষমা চেয়ে নেন তিনি। ঘটনাটি যদিও ৪ বছর আগের। ২০১৭ সালে গাব্বায় অ্যাশেজের প্রথম দিনের আগে পেন এক মহিলা কর্মীকে নিজের কিছু অশ্লীল ছবি পাঠান। যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য প্রকাশের অযোগ্য কিছু ভাষায় মেসেজ পাঠান।
আরও পড়ুন, সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারত-পাক মহারণ, জানাল আইসিসি
বারবারই বিতর্কে জড়িয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট। কেপটাউন টেস্টে স্যান্ডপেপার কান্ডে জড়িয়ে অধিনায়কের পদ থেকে স্টিভ স্মিথকে ও সহঅধিনায়কের পদ থেকে ডেভিড ওয়ার্নারকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর ২০১৮ সালে টিম পেইনের ওপর টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়া। পরবর্তীতে সেখানেও বিতর্ক উঠে আসায় অধিনায়ক বাছাই প্রক্রিয়াতে এবার বিশেষ নজর দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
এর আগে অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সকেই চান তিনি। শেনের কথায়, তাঁর কথায়, 'কামিন্স এখন অস্ট্রেলিয়ার পোস্টার বয়। সারা বিশ্বে সম্মান আদায় করে নিয়েছে। ওকেই অধিনায়ক করা হোক।' যদিও অনেকে মনে করেছিলেন স্টিভ স্মিথকে ফেরানো হতে পারে। তবে তাঁকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।