PBKS vs SRH, IPL 2023 Live: ত্রিপাঠী-মারক্রামের শতরানের পার্টনারশিপে পাঞ্জাবকে ৮ উইকেটে হারাল সানরাইজার্স
IPL 2023, Match 14, PBKS vs SRH: টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ।
LIVE
Background
হায়দরাবাদ: ঘরের মাঠে আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে এদিনের দ্বিতীয় ম্যাচে রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নামবে ২ দল। নিজেদের প্রথম দুটো ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে শিখর ধবনের দল। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ তাঁদের প্রথম দুটো ম্যাচেই হেরেছে। প্রথম ম্যাচে ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে ও পরের ম্যাচে এইডেন মারক্রামের নেতৃত্বে খেলেছেন সানরাইজার্স।
পাঞ্জাব কিংস কেকেআরের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে জয় ছিনিয়ে নিয়েছে। রাজস্থানের বিরুদ্ধেও জয় পেয়েছিল শিখর ধবনের দল। লিয়াম লিভিংস্টোন এখনও দলের সঙ্গে যোগ দেননি। কিন্তু শিখর ধবন, ভানুকা রাজাপক্ষে ২ জনেই দলের ব্যাটিং অর্ডারকে মূলত নেতৃত্ব দিচ্ছেন। বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন অর্শদীপ সিংহ। প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা দলের সঙ্গে যোগ দিয়েছেন। অনুশীলনেও নেমেছেন। তাঁকেও হয়ত সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে দেখা যাবে।
সানরাইজার্স শিবিরের ব্যাটিং অর্ডার মূল চিন্তার বিষয় তাঁদের মারক্রাম দলে ঢুকে পড়লেও একটি মাত্র ম্যাচ খেলেছেন, যেখানে কিছুই করতে পারেননি। অন্যদিকে রাহুল ত্রিপাঠী, হ্যারি ব্রুক, ময়ঙ্ক আগরওয়ালরা কেউই এখনও রান পাননি। বোলিং ডিপার্টমেন্টে ভুবনেশ্বর কুমারও প্রভাব ফেলতে পারেননি এখনও।
PBKS vs SRH Live Score: মরসুমের প্রথম জয়
১৭ বল বাকি থাকতে আট উইকেট হাতে রেখেই পাঞ্জাব কিংসকে পরাস্ত করেন মারক্রামরা। রাহুল ত্রিপাঠী ৭৪ ও মারক্রাম ৩৭ রানে অপরাজিত রইলেন।
PBKS vs SRH Live: জয়ের দোরগোড়ায়
দুর্দান্ত ছন্দে ব্যাট করছেন মারক্রাম। ১৭তম ওভারে উঠল ১৭ রান। সানরাইজার্সের স্কোর ১৪১/২। জয়ের জন্য আর ৩ রানের প্রয়োজন।
PBKS vs SRH Live Score: জয়ের পথে অগ্রসর
রাহুল ত্রিপাঠী ও এইডেন মারক্রামের ব্যাটে ভর করে জয়ের পথে অগ্রসর সানরাইজার্স হায়দরাবাদ। মারক্রামদের জয়ের জন্য ৩০ বলে আর মাত্র ২৬ রানের প্রয়োজন। মোহিত রাঠের ১৫তম ওভারে ২১ রান আসে। সানরাইজার্সের স্কোর ১১৮/২।
PBKS vs SRH Live: দুরন্ত অর্ধশতরান
সানরাইজার্সের হয়ে দুরন্ত ব্যাটিং করছেন রাহুল ত্রিপাঠী। পাঞ্জাবের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধেও ৩৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন মহারাষ্ট্রের ব্যাটার। ১৩ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৯৪/২। জয়ের জন্য ৭ ওভারে ৪৯ রানের প্রয়োজন।
PBKS vs SRH Live Score: হতাশাজনক আইপিএল অব্য়াহত
হ্যারি ব্রুকের হতাশাজনক আইপিএল অব্যাহত। ১৪ বলে ১৩ রান করে সাজঘরে ফিরলেন ইংল্যান্ড তারকা। ২৭ রানে প্রথম উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ। তাঁকে বোল্ড করলেন অর্শদীপ সিংহ। ৪ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ২৭/১।