এক্সপ্লোর
Advertisement
নিরাপত্তার কারণে খেলতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ, রিচার্ডসের দ্বারস্থ পিসিবি
করাচিঃ পাকিস্তানের মাটিতে দুটি একদিনের ম্যাচ খেলার প্রস্তাবে সাড়া দিল না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহীতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজেরই দুটি ম্যাচ দেশের মাটিতে আয়োজন করার প্রস্তাব দিয়েছিল পিসিবি। কিন্তু নিরাপত্তার কারণে সেই প্রস্তাবে রাজি হয়নি ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
সদ্য টি-২০ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় হতাশ পিসিবি। বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা বলেছেন, ‘আমরা অন্য দেশের বোর্ডগুলিকে বোঝানোর চেষ্টা করছি, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিন্তু কোনও বোর্ডই আমাদের দেশে খেলতে রাজি হচ্ছে না। এটা অত্যন্ত হতাশাজনক।’
২০০৯-এর মার্চে লাহোরে টেস্ট ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর জঙ্গি হামলার পর থেকেই কোনও প্রথম সারির টেস্ট খেলিয়ে দেশ পাকিস্তান সফরে যাচ্ছে না। শুধু আফগানিস্তান, কেনিয়া ও জিম্বাবোয়েই সম্প্রতি পাকিস্তানের মাটিতে খেলেছে। এবার ওয়েস্ট ইন্ডিজও না বলে দেওয়ায় বিপাকে পড়ে গেল পিসিবি।
পাকিস্তান অবশ্য এখনও হাল ছাড়তে নারাজ। ক্যারিবিয়ান বোর্ডকে রাজি করানোর জন্য ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারার সাহায্য চাইছে পিসিবি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement