এক্সপ্লোর
Advertisement
দেখুন: দৌড়ে এসে বল ধরেই নিখুঁত থ্রো, ভেঙে গেল স্ট্যাম্প, আউট খোয়াজা, চোখধাঁধানো ফিল্ডিং জাডেজার
অ্যাডিলেড: তিনি কেন দলের সম্পদ, তা আরও একবার বোঝালেন ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। দুরন্ত ফিল্ডিংয়ে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে রান আউট করলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খোয়াজাকে। দুই ওপেনার ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে শন মার্শের সঙ্গে অজি দলের ইনিংস এগিয়ে নিয়ে চলেছিলেন খোয়াজা। একটা সময় ২৬ রানে দুটি উইকেট পড়ে গিয়েছিল তাদের। এই অবস্থা থেকে দলকে টেনে তোলার লক্ষ্যে মার্শের সঙ্গে খেলছিলেন খোয়াজা। কিন্তু জাডেজার বিদ্যুতগতির ফিল্ডিং ভেঙে দিল অস্ট্রেলিয়ার ওই জুটি।
ইনিংসের ১৯ তম ওভারে কুলদীপ যাদব বোলিং করছিলেন।একটি বল কাট করে রান নিতে দৌড়ন খোয়াজা। পয়েন্ট থেকে দ্রুত দৌড়ে এসে বল বাঁ-হাতে ধরে ছুটতে থাকা অবস্থাতেই থ্রো করেন জাডেজা। যা সরাসরি লাগে স্টাম্পে। রিপ্লেতে দেখা যায় খাওয়াজা তখনও ক্রিজের বাইরে। ২৩ বলে ২১ রান করে আউট হলেন খোয়াজা।
মাঠে জাডেজার দুরন্ত ফিল্ডিংয়ের বৈশিষ্ট্য-অনুমানক্ষমতা, সাবলীল গতি, দ্রুত বল ধরে দ্রুত থ্রো করা। এগুলি মুখে বলা যত সহজ, কাজে করে দেখানো ততটাই কঠিন। কিন্তু জাডেজা এক্ষেত্রে অত্যন্ত পারদর্শী। যে গতিতে তিনি বলের কাছে পৌঁছে যান এবং থ্রোয়ের ক্ষেত্রে (এমনকি বাউন্ডারি থেকেও) যে শক্তি থাকে , তা তাঁকে অন্য ফিল্ডারদের থেকে আলাদা করেছে।This is a grouse piece of fielding.#AUSvIND | @bet365_aus pic.twitter.com/FyxkFy62Pg
— cricket.com.au (@cricketcomau) January 15, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement