বিশ্বকাপে পিচের সুবিধা পাচ্ছে ইংল্যান্ড? জোরাল অভিযোগ, অ্যাটকিনসনকে দায়িত্ব আইসিসি-র
অভিযোগ উঠছে, স্থানীয় কিউরেটর ইংল্যান্ড ম্যাচে পাটা উইকেট করছে, যাতে আয়োজক দেশের বিশেষ সুবিধা হয়।

লন্ডন: চলতি বিশ্বকাপ একাধিক লো-স্কোরিং ম্যাচের সাক্ষী থেকেছে। প্রায় সব দলই তাদের ব্যাটিং নিয়ে কোনও না কোনও ম্যাচে সমস্যার সম্মুখীন হয়েছে। যেমন, গত ৫ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জিতলেও ব্যাটিং নিয়ে বেগ পেতে হয়েছে ভারতকে। নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচও কম রানের ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তান তাদের ব্যাটিং ব্যর্থতার জন্য হারে। ঠিক উল্টোদিকে, ইংল্যান্ড ম্যাচগুলি প্রায় সবকটিই হাই-স্কোরিং হচ্ছে। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিরুদ্ধে তিনশোর বেশি রান করে আয়োজক দেশ। আবার বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে চারশোর কাছাকাছি রান তোলে মর্গান-বাহিনী। এসব নিয়ে ক্রিকেটমহলে জোর কানাঘুষো, আইসিসি প্রতিযোগিতা হলেও, পিচের বিশেষ সুবিধে পাচ্ছে ইংল্যান্ড। অভিযোগ উঠছে, স্থানীয় কিউরেটর ইংল্যান্ড ম্যাচে পাটা উইকেট করছে, যাতে আয়োজক দেশের বিশেষ সুবিধা হয়। সূত্রের খবর, এর আগে, কেবলমাত্র জরুরি পরিস্থিতির সময়ই নিজস্ব পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনসনের পরামর্শ বা সহায়তা চাইত আইসিসি। কিন্তু, এখন এধরনের অভিযোগ ওঠায় তড়িঘড়ি অ্যাটকিনসনকে নির্দেশ দেওয়া হয়েছে, সব গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিচ খতিয়ে দেখতে। যে কারণে, ভারত-পাকিস্তান ম্যাচের আগে ওল্ড ট্র্যাফোর্ডের পিচ খতিয়ে দেখেন অ্যাটকিনসন। এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে সরাসরি কোনও মন্তব্য করেনি আইসিসি। তবে, বিশেষজ্ঞদের মতে, অ্যাটকিনসনকে দায়িত্ব দিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা বুঝিয়ে দিল-- যা রটে তার কিছুটাও বটে!






















