এক্সপ্লোর
Advertisement
দাবা খেলার ফলে ব্যাটসম্যানদের পদক্ষেপ বুঝতে সুবিধা হয়, বলছেন চাহল
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও মনে করেন, এই দক্ষতার জন্যই অন্য বোলারদের চেয়ে এগিয়ে চাহল।
সাউদাম্পটন: ভারতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহল ক্রিকেটের পাশাপাশি দাবাও খেলেন। তিনি নিজেই জানিয়েছেন, এর ফলে ব্যাটসম্যানদের পদক্ষেপ আগাম বুঝতে সুবিধা হয়। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও মনে করেন, এই দক্ষতার জন্যই অন্য বোলারদের চেয়ে এগিয়ে চাহল।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার উইকেট নেন চাহল। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘দাবা খেলা আমাকে ধৈর্য ও পরিকল্পনা শিখিয়েছে। দাবা খেলার সময় সাধারণত আগেই ১৫-১৬টি চাল ভেবে রাখতে হয়। ফাফের (দু প্লেসি) মতো খেলোয়াড়ের বিরুদ্ধে বল করার সময় গুগলি দেব না ফ্লিপার, সেটা আগেই ঠিক করে নিতে হয়। ব্যাটসম্যানরা কোন বলটা বুঝতে পারছে আর কোন বলটা বুঝতে পারছে না, সেটা দেখতে হয়। ফাফকে যেভাবে আউট করেছি, তাতে খুব আনন্দ পেয়েছি। আমি ড্রিফট করছিলাম, তারপর হঠাৎ অফস্ট্যাম্পে স্লাইডার দেওয়ার সিদ্ধান্ত নিই। বলটা ও বুঝতে পারেনি।’
চাহলের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘ও ম্যাচের যে কোনও পরিস্থিতিতেই বল করতে ভয় পায় না। ও পাওয়ার প্লে-তেও বল করতে তৈরি। যদি ৩০ গজ বৃত্তের মধ্যে সাতজন ফিল্ডার থাকে, তাহলেও চাহল বল করতে তৈরি। ওর নিজের উপর প্রচণ্ড বিশ্বাস আছে। ও অন্যদের চেয়ে আলাদাভাবে খেলা নিয়ে চিন্তা করে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement