এক্সপ্লোর
পরের তিন অলিম্পিকের জন্য টাস্ক ফোর্স গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: ২০২০, ২০২৪ ও ২০২৮ অলিম্পিকের প্রস্তুতির জন্য টাস্ক ফোর্স গড়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেছেন, ভারতীয় ক্রীড়াবিদরা যাতে অলিম্পিকের জন্য ঠিকমতো প্রস্তুতি নিতে পারেন তার পরিকল্পনা তৈরি করবে এই টাস্ক ফোর্স। রিও অলিম্পিকে মোটেই ভাল ফল হয়নি ভারতের। সবচেয়ে বড় দল পাঠিয়েও এসেছে মাত্র দুটি পদক। সেই কারণে টোকিওয় ২০২০ অলিম্পিকের আগে অ্যাথলিটদের সুযোগ-সুবিধা, বাছাই পদ্ধতি সহ সব বিষয়ে এখন থেকেই পরিকল্পনা তৈরি এবং তা কার্যকর করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাইছেন প্রধানমন্ত্রী।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















