Thomas Cup 2022 Winner: ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা, লক্ষ্য-শ্রীকান্তদের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী
Narendra Modi on Thomas Cup Win: ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার টমাস কাপের ফাইনালে পৌঁছে শেষ হাসি ভারতীয় শাটলারদের। আর ঐতিহাসিক এই মুহূর্তে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী।
ব্যাংকক: ব্যাডমিন্টনে ইতিহাস গড়েছে ভারত। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে টমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয়েছেন লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তরা। ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার টমাস কাপের ফাইনালে পৌঁছে শেষ হাসি ভারতীয় শাটলারদের। আর ঐতিহাসিক এই মুহূর্তে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন।
নরেন্দ্র মোদি (PM Modi) ট্যুইট করেছেন, 'ভারতীয় ব্যাডমিন্টন দল ইতিহাস গড়েছে। ভারত টমাস কাপ জেতায় গোটা দেশ উচ্ছ্বসিত। আমাদের দক্ষ দলকে অনেক অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। খেলোয়াড়দের আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে এই জয়'।
তাইল্যান্ডের ইমপ্যাক্ট এরিনাতে ১৪ বারের চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে দিল ভারত। ফাইনালে তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে সিঙ্গলসে ২১-১৫, ২৩-২১ স্ট্রেট গেমে হারিয়ে দিলেন কিদাম্বি শ্রীকান্ত। যা ভারতের ৩-০ জয় নিশ্চিত করে দিল।
টমাস কাপ (Thomas Cup) ব্যাডমিন্টনে ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল ভারত। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়েছিল ভারত। লক্ষ্য সেন সিঙ্গলসে প্রথম ম্যাচ জেতার পর ডাবলসেও জয়ী হয় ভারত। প্রথম গেম হেরে গিয়েও ১৮-২১, ২৩-২১, ২১-১৯ ব্যবধানে ইন্দোনেশিয়ার ডাবলস জুটি মহম্মদ এহসান ও কেভিন সঞ্জয়া সুকামুলজোকে হারিয়ে দেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি।
তার আগে রবিবার ফাইনালে সিঙ্গলসে ইন্দোনেশিয়ার অ্য়ান্থনি গিনটিংকে (AS Ginting) হারিয়ে দিলেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen)। প্রথম গেম ৮-২১ ব্যবধানে হেরে গেলেও দুরন্ত প্রত্যাঘাত করলেন ভারতীয় শাটলার। ফাইনালে ২-০ এগিয়ে যাওয়ার পর সকলের নজর ছিল কিদাম্বির দিকে। তিনি জিতে যাওয়ায় শেষ দুই ম্যাচের আর দরকার হয়নি।
প্রথম ম্যাচ ছিল লক্ষ্যর। কোর্টে নামার আগে থেকেই ভারতীয় শিবির উত্তেজনায় ফুটছিল। যা খেলোয়াড়দের শরীরী ভাষায় বোঝা যাচ্ছিল। খেলোয়াড়দের দেশের নামে জয়োধ্বনি করতে শোনা যায়।
প্রথম গেমে ৩-২ ব্যবধানে এগিয়ে যান ভারতের লক্ষ্য। কিন্তু তারপরই চাপে পড়ে যান। একের পর এক ভুল করে লক্ষ্য হেরে যান ৮-২১ ব্যবধানে। পরের গেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় লড়াই শুরু করেন লক্ষ্য। জিনটিংয়ের বিরুদ্ধে দ্বিতীয় গেমে একটা সময় ১১-৭ ব্যবধানে এগিয়ে যান লক্ষ্য। শেষ পর্যন্ত দ্বিতীয় গেমে জয় পান তিনি। ২১-১৭ পয়েন্টে গেম জিতে ম্যাচ ১-১ করেন ভারতীয় শাটলার। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, শেষ গেম জিতলেই ম্যাচ পকেটে পুরে নেবেন লক্ষ্য।
কিন্তু তৃতীয় গেমে তাঁর লড়াই সহজ ছিল না। ২-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন লক্ষ্য। এই গেম ছিল ম্যাচের ভাগ্য নির্ধারক এবং হারলে ম্যাচটাই হেরে যেতেন লক্ষ্য। কিন্তু হতাশ করেননি ভারতীয় শাটলার। প্রথম ম্যাচে ভারতকে এগিয়ে দিলেন লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার জিনটিংকে হারিয়ে দিলেন তিনি। স্নায়ুর চাপ সামলে ২১-১৬ পয়েন্টে তৃতীয় তথা শেষ গেম জিতে নেন।
আরও পড়ুন: ফাস্টবোলাররা কত রান খরচ করছে তা নিয়ে ভাবলে চলে? এবিপি লাইভের প্রশ্নে কী বললেন শামি?