Modi On Praggnanandhaa: দেশকে গর্বিত করেছো, ফাইনালে প্রজ্ঞাননন্দের লড়াই দেখে অভিভূত প্রধানমন্ত্রী
Praggnanandhaa: প্রজ্ঞাননন্দের লড়াইকে কুর্নিশ করছে দাবার দুনিয়া। ফাইনালে তিনি হারলেও, প্রবল চাপে রেখেছিলেন কিংবদন্তি কার্লসেনকে।
নয়াদিল্লি: ইতিহাস গড়ার হাতছানি ছিল তাঁর সামনে। ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারাতে পারলে তিনিই হতেন দাবায় সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন।
কিন্তু শেষরক্ষা করতে পারলেন না আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। ফাইনালে ব়্যাপিড রাউন্ডে গিয়ে হেরে গেলেন ভারতের বিস্ময় দাবাড়ু। যদিও তাঁকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, 'ফিডে বিশ্বকাপ দাবায় অসাধারণ পারফরম্যান্স করা প্রজ্ঞাননন্দকে নিয়ে আমরা গর্বিত। অনবদ্য মুন্সিয়ানা দেখিয়েছে। ফাইনালে শক্তিশালী ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছে। এটা কম কৃতিত্বের নয়। ভবিষ্যতের সমস্ত টুর্নামেন্টের জন্য ওকে অনেক শুভেচ্ছা'।
প্রজ্ঞাননন্দের লড়াইকে কুর্নিশ করছে দাবার দুনিয়া। ফাইনালে তিনি হারলেও, প্রবল চাপে রেখেছিলেন কিংবদন্তি কার্লসেনকে। বৃহস্পতিবার অবশ্য ব়্যাপিড পর্বে প্রথম রাউন্ডে হেরে যান প্রজ্ঞাননন্দ। দ্বিতীয় ব়্যাপিড গেমে জিততেই হতো তাঁকে। কিন্তু সেই গেম ড্র করেন প্রজ্ঞাননন্দ। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট উঠল কার্লসেনের মাথায়।
ফাইনালে হারলেও, প্রজ্ঞাননন্দের কৃতিত্বকে বাহবা দিয়েছে বিশ্ব দাবার নিয়ামক সংস্থা ফিডে (FIDE)। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফিডে-র তরফে লেখা হয়েছে, '২০২৩ দাবা বিশ্বকাপে রানার আপ হয়েছেন প্রজ্ঞাননন্দ। ভারতের ১৮ বছরের দাবাড়ুর দারুণ একটা টুর্নামেন্ট গেল। ওঁকে অভিনন্দন। ফাইনালে ওঠার পথে প্রজ্ঞাননন্দ হারিয়েছেন বিশ্বের দু'নম্বর হিকারু নাকামুরা ও বিশ্বের তিন নম্বর ফাবিয়ানো কারুয়ানাকে। রৌপ্য পদক জিতে উনি ফিডে ক্যান্ডিডেটসের যোগ্যতাও অর্জন করেছেন'।.
We are proud of Praggnanandhaa for his remarkable performance at the FIDE World Cup! He showcased his exceptional skills and gave a tough fight to the formidable Magnus Carlsen in the finals. This is no small feat. Wishing him the very best for his upcoming tournaments. pic.twitter.com/KXYcFRGYTO
— Narendra Modi (@narendramodi) August 24, 2023
টাইব্রেকারে প্রথম র্যাপিড রাউন্ডে শুরু থেকেই রক্ষণাত্মক খেলছিলেন দুই প্রতিযোগী। সময়ের নিরিখেও প্রায় সমানে সমানে যাচ্ছিলেন দু’জন। স্নায়ুর যুদ্ধ চলছিল। সেই সঙ্গে ঘড়ির দিকেও নজর দিতে হচ্ছিল তাঁদের। মাঝে একটি চাল দিতে গিয়ে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। সেখানে কিছুটা পিছিয়ে পড়েন তিনি। প্রজ্ঞার সময় কমতে থাকায় খেলায় ভুল করেন তিনি। তার সুযোগ নেন কার্লসেন। একটা সময় প্রজ্ঞার সময় ১০ সেকেন্ডের নীচে নেমে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার কোনও সুযোগ ছিল না ভারতীয় দাবাড়ুর। হার স্বীকার করে নেন তিনি। ২.৫-১.৫ পয়েন্টে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হলেন কার্লসেন।
আরও পড়ুন: কোহলি-গেলদের খেলে যাওয়া মাঠে নেশার আসর! কাঠগড়ায় ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন