PM Modi On Sachin: সচিনের কাশ্মীর ভ্রমণ নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, দিলেন আত্মনির্ভর ভারত গড়ার ডাক
Sachin Tendulkar: মাস্টার ব্লাস্টারের এই পোস্ট নজর এড়ায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। মোদি সচিনের পোস্টের কমেন্ট বিভাগে গিয়ে মন্তব্যও করেছেন।
নয়াদিল্লি: তিনি বাইশ গজের কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি রয়েছে ঝুলিতে। তবে দিন কয়েক ধরে চর্চায় উঠে এসেছিলেন কাশ্মীর ভ্রমণ নিয়ে।
সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে নিয়ে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরে। পাহাড়ের কোলে সচিনের আনন্দসফরের সাক্ষী ছিলেন অসংখ্য অনুরাগী। কারণ, সচিন প্রচুর ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করে গিয়েছেন। যা নজর এড়ায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। সচিনের কাশ্মীর ভ্রমণে তিনি যে খুশি হয়েছেন, জানিয়েছেন প্রধানমন্ত্রী।
জম্মু ও কাশ্মীর বেড়ানোর শেষে সচিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'জম্মু ও কাশ্মীর আমার স্মৃতিতে সুন্দর অভিজ্ঞতা হয়ে থেকে যাবে। প্রচুর বরফ পেয়েছি। খুব ঠান্ডা ছিল। তবে মানুষের আতিথেয়তায় আমরা উষ্ণতা অনুভব করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন, আমাদের দেশে অনেক কিছু দ্রষ্টব্য রয়েছে। এবারের সফরের পর তাঁর সঙ্গে আমি সম্পূর্ণ একমত।'
সেই সঙ্গে সচিন লিখেছেন, 'কাশ্মীরের উইলো ব্যাটগুলো ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর দুর্দান্ত উদাহরণ। এই ব্যাটগুলো এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। গোটা দেশ এবং সারা বিশ্বের মানুষকে অনুরোধ করব, আপনারাও জম্মু ও কাশ্মীরে আসুন এবং এখানকার অভিজ্ঞতা নিয়ে যান। এখানে প্রচুর মণিমানিক্য রয়েছে।' লেখার সঙ্গে জম্মু ও কাশ্মীর সফরের ছোট ছোট ভিডিওর কোলাজ করেও তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তেন্ডুলকর।
This is wonderful to see! @sachin_rt’s lovely Jammu and Kashmir visit has two important takeaways for our youth:
— Narendra Modi (@narendramodi) February 28, 2024
One - to discover different parts of #IncredibleIndia.
Two- the importance of ‘Make in India.’
Together, let’s build a Viksit and Aatmanirbhar Bharat! https://t.co/YVUlRbb4av
মাস্টার ব্লাস্টারের এই পোস্ট নজর এড়ায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। মোদি সচিনের পোস্টের কমেন্ট বিভাগে গিয়ে মন্তব্যও করেছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, 'সচিনের জম্মু ও কাশ্মীর সফর দেখে খুব ভাল লাগছে। আমাদের তরুণদের জন্য দু’টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এক, ‘অতুল্য ভারত’-এর বিভিন্ন দিক আবিষ্কার করা। দুই, ‘মেক ইন ইন্ডিয়া’র গুরুত্ব। আসুন, আমরা একসঙ্গে উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ে তুলি।'
আরও পড়ুন: স্থানীয় ম্যাচে গড়াপেটার চাঞ্চল্যকর অভিযোগ কোহলির সতীর্থের, রিপোর্ট চেয়ে পাঠাল সিএবি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে