এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বিসিসিআই-এর নিয়ম লঙ্ঘন, আইপিএল-এ খেলতে পারবেন না প্রবীণ তাম্বে
এবারের নিলামে তাঁকে ২০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় কেকেআর।
নয়াদিল্লি: এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও, বিসিসিআই-এর নিয়ম লঙ্ঘন করায় খেলা হচ্ছে না প্রবীণ তাম্বের। ৪৮ বছর বয়সি এই ক্রিকেটার আইপিএল-এর নিলামে সবচেয়ে বয়স্ক হিসেবে রেকর্ড গড়লেও, তিনি এই প্রতিযোগিতায় খেলতে পারবেন না। কারণ, তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে টি১০ লিগে খেলেছেন। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, যাঁরা আইপিএল-এ খেলেন, তাঁরা অন্য কোনও লিগে খেলতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘন করেছেন প্রবীণ।
এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘বিসিসিআই নিয়মে স্পষ্ট বলা আছে, কোনও ভারতীয় ক্রিকেটার আইপিএল-এ খেললে অন্য কোনও দেশের লিগে খেলতে পারবেন না। টি১০ লিগের ড্রাফটে নিজের নাম পাঠিয়ে এবং একইসঙ্গে আইপিএল-এর সঙ্গে যুক্ত থেকে বিসিসিআই-এর নিয়ম লঙ্ঘন করেছেন প্রবীণ। ফলে তিনি আইপিএল-এ খেলতে পারবেন না।’
২০১৩ সালে ৪১ বছর বয়সে প্রথমবার আইপিএল-এ খেলেন প্রবীণ। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তিনি ৩৩টি ম্যাচ খেলে ২৮টি উইকেট নিয়েছেন। এবারের নিলামে তাঁকে ২০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় কেকেআর। কিন্তু তাঁর আর খেলা হচ্ছে না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement