Premier League: এক সপ্তাহ স্থগিত থাকার পর চালু হচ্ছে প্রিমিয়ার লিগ, তবে পিছিয়ে গেল তিন ম্যাচ
Premier League Resumes: পূর্ব নির্ধারিত ১০টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচই আয়োজিত হবে এই সপ্তাহে। বাতিল তিনটি ম্য়াচ। কিন্তু কেন?
![Premier League: এক সপ্তাহ স্থগিত থাকার পর চালু হচ্ছে প্রিমিয়ার লিগ, তবে পিছিয়ে গেল তিন ম্যাচ Premier League matches to resume this weekend but three matches postponed Premier League: এক সপ্তাহ স্থগিত থাকার পর চালু হচ্ছে প্রিমিয়ার লিগ, তবে পিছিয়ে গেল তিন ম্যাচ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/13/195bb35c9436a51e5fed92c42cda11801663044633544507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: রানি এলিজাবেথের (Queen Elizabeth) মৃত্যুর পর গোটা যুক্তরাজ্যও এখনও শোকার্ত। গত সপ্তাহে রানির মৃত্যুতে শোকপালনের জন্যই ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবল লিগ, প্রিমিয়ার লিগের (Premier League) সব ম্যাচ স্থগিত রাখা হয়েছিল। এ সপ্তাহে অবশ্য পুনরায় প্রিমিয়ার লিগের ম্য়াচগুলি আয়োজিত হবে। তবে পূর্ব নির্ধারিত ১০টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচই আয়োজিত হবে এই সপ্তাহে। কিন্তু কেন?
স্থগিত তিন ম্যাচ
লন্ডনে রানি এলিজাবেথের শেষকৃত্যু সম্পন্ন হওয়ার কথা। সেই কারণেই তিনটি প্রিমিয়ার লিগ ম্য়াচ হওয়ার কথা ছিল, সেই ম্যাচগুলিতে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। সেই কারণেই পিছিয়ে দেওয়া হল তিনটি ম্যাচ। লিভারপুল ও চেলসির (Liverpool vs Chelsea) মেগা ম্য়াচ পিছিয়ে গেল। স্থগিত হল দুই চিরপ্রতিদ্বন্দ্বীপ ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিডস ইউনাইটেডের ম্যাচ। এছাড়া ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন বনাম ক্রিস্টাল প্যালেসের ম্যাচটিও এই সপ্তাহে আয়োজিত হচ্ছে না। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই সরকারিভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
The #PL will resume this weekend after a pause to the season as a mark of respect following the passing of Her Majesty Queen Elizabeth II.
— Premier League (@premierleague) September 12, 2022
Seven of the 10 Matchweek 8 fixtures will be played, with three postponed due to events surrounding The Queen’s funeral.
কর্তৃপক্ষের বিবৃতি
প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে জানায়, 'ক্লাব, পুলিশ এবং বিভিন্ন উপদেষ্টা কমিটির সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমাদের হাতে এই তিন ম্যাচ বাতিল করা ছাড়া আর কোনও উপায় ছিল না। প্রিমিয়ার কর্তৃপক্ষ আমাদের দেশের পুলিশ এবং সম্প্রচারকারীদের এই দুঃখের দিনে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে চায়। এ সপ্তাহের আসন্ন ম্যাচগুলির জন্যও তাদের সহযোগিতা একান্ত কাম্য।' এ সপ্তাহের ম্যাচগুলির আগে রানিকে বিভিন্ন মাঠে সম্মান জানানো হবে। স্থগিত হওয়া যাওয়া ম্যাচগুলি ঠিক কবে খেলা হবে, সেই বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। সময়মতো ম্যাচের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলেই বলা হয়।
আরও পড়ুন: বাংলাদেশকে মাত দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল ভারত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)